• বিয়ে করার ইচ্ছা নেই, নিজস্ব মে’শিন বাড়িতে এনেছেন শ্রাবন্তী

    বিয়ে করার ইচ্ছা নেই, নিজস্ব মে’শিন বাড়িতে এনেছেন শ্রাবন্তী

    ’ময়ের সেরা আলোচিত জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। আলোচনা- সমা’লোচনা নিয়েই তার ক্যারিয়ার।

    বরাবরই তিনি আলো’চনায় থাকেন। ফের খবরের শি’রো’নাম হলেন এই অ’ভিনেত্রী।

    নতুন খবর হচ্ছে, পা,হাড়ের কোলে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘আমা’দের সকলেরই নিজস্ব টাইম মেশিন রয়েছে’।
    আচমকা টাইম (মেশিনের) কথা অ’ভি’নে’ত্রীর মুখে শুনে কৌ,তুহল প্রকাশ করেছেন তার ভার্চুয়াল অনু’রাগীরা।

    অ’ভিনেত্রী কিন্তু রয়েছেন তার স্ব-মেজাজে। সময়ের সেরা আ’লোচিত জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী। আলোচনা- সমা’লোচনা নিয়েই তার ক্যারিয়ার। বরাবরই তিনি আলোচনায় থাকেন।

    ফের খবরের শিরো’নাম হলেন এই অ’ভিনে’ত্রী। নতুন খবর হচ্ছে, পাহাড়ের কোলে দাঁড়িয়ে একটি ছবি পোস্ট করে’ছেন তিনি। ক্যাপশনে লেখা, ‘আমা’দের সক’লেরই নিজস্ব টাইম মেশিন রয়েছে’।

    আচমকা টাইম মে শি নে র কথা অ’ভিনে’ত্রীর মুখে শুনে কৌতুহল প্রকাশ করেছেন তার ভার্চু’য়াল অনুরাগীরা। ছবিতে কালো টপের স’ঙ্গে গাঢ় নীল র’ঙের হট প্যান্ট পরে বেশ হাসিখুশি মে’জাজে দেখা গেছে নায়িকাকে। অ’ভি’নেত্রী কিন্তু রয়েছেন তার স্ব-মেজাজে।

  • সব বয়সী ছেলেদের খেয়েছি স্বাদটাই আলাদা : শ্রীলেখা

    সব বয়সী ছেলেদের খেয়েছি স্বাদটাই আলাদা : শ্রীলেখা

    কলকাতার খ্যাতিমান অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বিকল্প ধারার ছবিতে তার অনবদ্য অভিনয়ের ভক্তঅনেক। রূপের আবেদনের পাশাপাশি চরিত্রকে নিজের মধ্যে ধারণ করে সেটা ফুটিয়ে তুলতে শ্রীলেখা বরাবরই পটু।সম্প্রতি মুক্তি পেয়েছে তার নতুন সিনেমা ‘রেনবো জেলি’। এই ছবির প্রসঙ্গেই এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে।

    কিছু দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছে যে, শ্রীলেখা নতুন করে সম্পর্কে জড়িয়েছেন। তবে সেটা কার সঙ্গে, তা স্পষ্ট নয়। এবার শ্রীলেখা নিজেই স্বীকার করলেন তার নতুন সম্পর্কের কথা। তিনি বলেন, সত্য-মিথ্যা জানি না। তবে আমার থেকে বয়সে ছোট এক বিশেষ বন্ধু আছে। ওর সঙ্গে কাজও করছি।

    শ্রীলেখা আরো বলেন, ওর সঙ্গে যখন ঘনিষ্ঠ হই, তখন আমার স্পেস প্রব্লেম হয়। বিয়ে তো করব না, এটা কনফার্ম। প্রথম থেকেই জানি, এ সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই। তবে একটা মায়া আছে, ভালবাসা আছে। কিন্তু ২০ বা ৩০ বছর বয়সে যেটা ছিল সেই প্রেম এখন আর নেই। তবে ছেলে বন্ধু কম বয়সী হলে স্বাদটা একটু ভিন্ন হয়।

    নতুন এই প্রেমিক সম্পর্কে শ্রীলেখা আরো বলেন, ওর বয়সটা কম, ইমোশন অনেক বেশি। ওর ব্যাপারটা অনেক বেশি প্রকট, বয়সের কারণে। ওই বয়সে আমার এক্স হাজব্যান্ডের জন্য যে আকুতিটা ছিল সেটা সে আমার মতো করে রেসিপ্রোকেট করতে পারত না।

    ঠিক একইভাবে আমি এখন ওর সেই আকুতিটা হয়তো রেসিপ্রোকেট করতে পারি না। এটা একটা অদ্ভুত ভিসিয়াস সার্কেল। আসলে প্রেম বিষয়টাই এখন ইলিউশন আমার কাছে।

  • আনারসের রসেই মিলছে ক্যানসার থেকে বাঁচার সহজ উপায়!

    আনারসের রসেই মিলছে ক্যানসার থেকে বাঁচার সহজ উপায়!

    সাম্প্রতিক গবেষণায় জানা গেছে, আনারসের রসে রয়েছে ক্যানসার প্রতিরোধে কার্যকর প্রাকৃতিক উপাদান। এই ফলে থাকা ব্রোমেলিন নামের একটি বিশেষ এনজাইম প্রদাহনাশক ও অ্যান্টিঅক্সিডেন্ট গুণে সমৃদ্ধ, যা শরীরে ক্যানসার কোষের বৃদ্ধি ও বিস্তার রোধে সহায়তা করতে পারে।

    বিশেষজ্ঞদের মতে, ব্রোমেলিন শরীরের প্রোটিন ভেঙে দেয় এবং রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ফলে অস্বাভাবিক বা ক্ষতিকর কোষগুলো সহজে টিকে থাকতে পারে না। পাশাপাশি, আনারসে থাকা ভিটামিন ‘সি’ ও ম্যাঙ্গানিজ শরীরকে অক্সিডেটিভ স্ট্রেস থেকে রক্ষা করে—যা দীর্ঘমেয়াদি রোগ, বিশেষ করে ক্যানসার সৃষ্টির অন্যতম কারণ।

    নিয়মিত তাজা আনারসের রস পান করলে হজমশক্তি উন্নত হয়, শরীরের প্রদাহ কমে এবং বিষাক্ত উপাদান দূর হয়। এসব উপকার শরীরকে সামগ্রিকভাবে সুস্থ রাখে ও রোগ প্রতিরোধে ভূমিকা রাখে।

    পুষ্টিবিদরা পরামর্শ দেন, চিনি ছাড়া তাজা আনারসের রসই সবচেয়ে উপকারী। প্রতিদিনের খাদ্যতালিকায় অল্প পরিমাণ আনারস যুক্ত করলে প্রাকৃতিকভাবে রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং দীর্ঘদিন সুস্থ থাকার সম্ভাবনা বৃদ্ধি পায়।

  • ষাটোর্ধ্ব পুরুষদের পছন্দ সানজিদার, ১৯ বছরে করেছেন ৪টি বিয়ে

    ষাটোর্ধ্ব পুরুষদের পছন্দ সানজিদার, ১৯ বছরে করেছেন ৪টি বিয়ে

    বিয়ে তার কাছে অর্থ উপার্জনের বড় হাতিয়ার। তাইতো ২০ দিন যেতে না যেতেই স্বামীর দেয়া স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে পালিয়ে যান তিনি। পরে পাঠিয়ে দেন ডিভোর্স লেটার৷ বলছি, রংপুরের সানজিদা আক্তার স্মৃতির কথা। তাকে তার মাসহ গ্রেফতারের পর পুলিশ বলছে, বর হিসেবে তার পছন্দ পঞ্চাশ কিংবা ষাটোর্ধ্ব কোনো পুরুষ। মাত্র ১৯ বছর বয়সেই বিয়ে করেছেন চারটি।
    মোহাম্মদ আলী পেশায় ব্যবসায়ী। এটি তার ছদ্মনাম। প্রথম স্ত্রী মারা যাওয়ার চার বছর পর গত ২১ মার্চ তিনি দ্বিতীয় বিয়ে করেন। কনে রংপুর জেলার বদরগঞ্জের সানজিদা আক্তার স্মৃতি। বিয়ের তিন মাসের মাথায় এক সন্ধ্যায় তার স্ত্রী ঘরে থাকা প্রায় ১৫ ভরি স্বর্ণালংকার এবং নগদ ১০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান। পরে ডিভোর্স লেটার পাঠিয়ে দেন।

    ভুক্তভোগী জানান, তার বিয়ে করার কোনো ইচ্ছা ছিল না। কিন্তু ভাইয়ের চাপে তিনি বিয়ে করতে রাজি হন। এরপরই এমন প্রতারণার শিকার হয়েছেন।

    কেরানীগঞ্জ মডেল থানায় ভুক্তভোগীর করা মামলা তদন্ত করতে গিয়ে সানজিদাকে রংপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। সঙ্গে গ্রেফতার করা হয়েছে তার মাকে।

    কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দীন কবীর জুয়েল বলছেন, সংসার করার উদ্দেশ্যে নয়, সানজিদার বিয়ে করার একমাত্র লক্ষ্য অর্থ উপার্জন। এর আগেও বিয়ে করেছেন তিনটি৷ তিন স্বামীর সঙ্গে একই ঘটনা ঘটিয়েছেন।

    সানজিদাকে গ্রেফতারের পর পুলিশ আরও জানতে পেরেছে স্বামীর কাছ থেকে চুরি করা ১০ লাখ টাকায় রংপুরে নতুন বাড়ি তৈরির কাজ শুরু করেছিলেন। আর তার মা ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছিলেন।

    বাড়ি বন্ধক রেখে লোন করা টাকা চুরি করে স্ত্রীর পালিয়ে যাওয়ায় পথে বসার উপক্রম হয়েছে স্বামী মোহাম্মদ আলীর। তাই পুলিশের পরামর্শ, বিয়ের ক্ষেত্রে অবশ্যই ভালো করে খোঁজ খবর নিতে হবে। না হলে যে কেউ হতে পারে প্রতারণার শিকার।