• কোন জিনিস গরুর পিছনে আর মহিলাদের সামনের দিকে থাকে

    কোন জিনিস গরুর পিছনে আর মহিলাদের সামনের দিকে থাকে

    ইন্টারভিউ যারা নেন তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধি যাচাইয়ের জন্য বিভিন্নভাবে পরীক্ষা করেন। এই সময় তারা এমন কিছু প্রশ্ন করে বসেন যা শুনতে খারাপ লাগলেও একটু ঠান্ডা মাথায় চিন্তা করলেই এর উত্তর দেওয়া যাবে। বিগত কয়েক বছরে চাকরির ইন্টারভিউগুলিতে পাঠ্য বিষয়ের পাশাপাশি এমন অনেক উদ্ভট প্রশ্ন করা হয়েছিল এবার তা দেখে নেওয়া যাক…

    ১) প্রশ্নঃ ‘মিড ডে মিল’ (Mid Day Meal) প্রথম কোন রাজ্যে শুরু হয়?
    উত্তরঃ তামিলনাড়ুতে।

    ২) প্রশ্নঃ পলাশীর যুদ্ধ কাব্যগ্রন্থটি কার লেখা?
    উত্তরঃ নবীনচন্দ্র সেন।

    ৩) প্রশ্নঃ ১৮২০ এর দশকে ইয়ংবেঙ্গল আন্দোলনের নেতা কে ছিলেন?
    উত্তরঃ ডিরোজিও (DeRozio)।

    ৪) প্রশ্নঃ নিউটনের দ্বিতীয় সূত্র থেকে কিসের ধারণা পাওয়া যায়?
    উত্তরঃ বলের পরিমাণ।

    ৫) প্রশ্নঃ হ্যারিকেন ঝড়ের উদ্ভব

    হয় কোথায়?
    উত্তরঃ ক্যারিবিয়ান সাগরে।

    ৬) প্রশ্নঃ ‘হোয়াইট কোল’ কাকে বলে?
    উত্তরঃ জলবিদ্যুৎ কে।

    ৭) প্রশ্নঃ কলকাতায় সুপ্রিম কোর্ট (Supreme Court) কবে প্রতিষ্ঠা হয়?
    উত্তরঃ ১৭৭৪ সালে।

    ৮) প্রশ্নঃ জাতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাষ্ট্রপতি শাসন জারি হয়?
    উত্তরঃ ৩৫৬ নম্বর ধারায়।

    ৯) প্রশ্নঃ বঙ্কিমচন্দ্রের কোন উপন্যাসে ‘বন্দেমাতরম’ গানটি রয়েছে?
    উত্তরঃ আনন্দমঠ।

    ১০) প্রশ্নঃ রাজা রামমোহন রায়কে ‘ভারত পথিক’ বলে কে অভিহিত করেন?
    উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর (Rabindranath Tagore)।

    ১১) প্রশ্নঃ বিশ্বের কোন দেশকে কার্বনমুক্ত দেশ হিসেবে ঘোষণা করা হয়েছে?
    উত্তরঃ ভুটান।

    ১২) প্রশ্নঃ রাশিয়ার মুদ্রার নাম কী?
    উত্তরঃ রুবেল (Ruble)।

    ১৩) প্রশ্নঃ ভারতের প্রথম রেলপথ প্রতিষ্ঠা হয়েছিল কোথায়?
    উত্তরঃ ১৮৫৩ সালে মুম্বাই ও থানের মধ্যে।

    ১৪) প্রশ্নঃ ভারতবর্ষে অবস্থিত একটি শীতল মরুভূমির নাম কী?
    উত্তরঃ লাদাখ (Ladakh)।

    ১৫) প্রশ্নঃ এমন কোন জিনিস গাই গরুর পিছনে আর মহিলাদের সামনের দিকে থাকে?
    উত্তরঃ W হবে। Cow এর W পিছনে এবং Woman এর W প্রথমে থাকে। (বিভ্রান্ত জন্যই এমন প্রশ্ন করা হয়েছিল)

  • অবশেষে কমে গেল লোহার দাম,কমে কত হলো দাম..?

    অবশেষে কমে গেল লোহার দাম,কমে কত হলো দাম..?

    বিশ্ববাজারে আকরিক লোহার দাম বেশ কিছুদিন ধরেই ১০০ ডলারের আশপাশে ঘোরাফেরা করছিল। কিন্তু চীনের অর্থনীতিতে কাঙ্ক্ষিত গতি না ফেরায় এবার দাম নিম্নমুখী হয়ে পড়েছে। সবচেয়ে বড় ভোক্তা চীন থেকে নতুন কোনো প্রণোদনার ঘোষণা না আসায় বাজারে হতাশা তৈরি হয়েছে। এর ফলে বিশ্বজুড়ে স্টিলশিল্প ও কাঁচামালের বাজারে নতুন করে অনিশ্চয়তা দেখা দিয়েছে। খবর বিজনেস রেকর্ডার

    চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে বুধবার (৩০ জুলাই) সেপ্টেম্বর মাসের সবচেয়ে লেনদেন হওয়া আকরিক লোহার চুক্তির দাম ০.৪৪ শতাংশ কমে প্রতি মেট্রিক টন ৭৮৯ ইউয়ানে (১০৯.৯৫ মার্কিন ডলার) দাঁড়ায়

    সিঙ্গাপুর এক্সচেঞ্জেও দাম পড়ে গেছে। একই মাসের জন্য চুক্তির দর ০.৯১ শতাংশ কমে ১০১.৮ ডলারে নেমে আসে।

    এর আগে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান ৯০ দিনের শুল্ক বিরতি বাড়ানোর আলোচনা সাফল্যমণ্ডিত হওয়ায় সকালের দিকে দাম কিছুটা বাড়ে। তবে চীনের পলিটব্যুরোর বৈঠকে কোনো নির্দিষ্ট অর্থনৈতিক প্রণোদনার ঘোষণা না থাকায় বাজারে হতাশা ছড়ায়।

    চীনা রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার মতে, পলিটব্যুরোর বার্ষিক জুলাই বৈঠকে স্থিতিশীল নীতির প্রতিশ্রুতি দেয়া হলেও, রিয়েল এস্টেট খাত চাঙা করতে কোনো নতুন পরিকল্পনার উল্লেখ করা হয়নি।

    চীনের এই খাতটি দেশের মোট স্টিল চাহিদা ও অর্থনীতির বড় চালিকাশক্তি হওয়ায় বিনিয়োগকারীরা চায়নি এটি অবহেলিত থাকুক।

  • আ. লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ : মেজর সাদিক সেনাবাহিনীর হেফাজতে

    আ. লীগ কর্মীদের প্রশিক্ষণের অভিযোগ : মেজর সাদিক সেনাবাহিনীর হেফাজতে

    আওয়ামী লীগের কর্মীদের মেজর সাদিক নামে সেনাবাহিনীর একজন অফিসার প্রশিক্ষণ দিচ্ছে— এমন সংবাদ সামাজিক যোগাযোগ

    মাধ্যমে ও বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে মেজর সাদিককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

    বৃহস্পতিবার (৩১ জুলাই) বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেস ‘এ’-তে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান সেনাসদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা।

    তিনি বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে। যদিও বিষয়টি তদন্তাধীন আছে, তারপরও আমি বলব, যে এ রকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে এবং তদন্ত চলমান আছে। তদন্তে তার দোষ প্রমাণিত হলে নিঃসন্দেহে সেনাবাহিনীর প্রচলিত নিয়মে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। যেহেতু বিষয়টি তদন্তাধীন আছে তাই এর বেশি এই মূহুর্তে বলা আমার মনে হয় সমিচীন হবে না।

    তিনি পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে বলেন, পার্বত্য চট্টগ্রামে ইউপিডিএফ-জেএসএস— এ ধরণের যে দলগুলো আছে সবসময় আমরা দেখেছি আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে, চাঁদাবাজিকে কেন্দ্র করে তারা সবসময়ই ঝামেলা তৈরি করে। এ নতুন কিছু নয়। বিভিন্ন সময় মারামারি হয়, অবশ্য সেনাবাহিনী কাজ করছে এবং সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে যাতে করে এটা নিয়ন্ত্রণের মধ্যে থাকে। সেনাবাহিনী একাই কিন্তু পার্বত্য চট্টগ্রামের স্টেক হোল্ডার নয়। বেসামরিক প্রশাসন, পুলিশ প্রশাসন সবাই কিন্তু এটার অংশ। সবাই যদি সমন্বিতভাবে কাজ করে আমি নিশ্চিত যে এটাকে আরও নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে যাওয়া সম্ভব এবং এটা অবশ্যই প্রয়োজন।

    তিনি বলেন, কেএনএফ অস্ত্র আরাকান আর্মির কাছ থেকে নিচ্ছে, তারা আধিপত্য বিস্তার করছে। আরাকান আর্মি এখন এমন একটা অবস্থায় আছে, তাদের সাথে কেএনএফের যোগসূত্র সৃষ্টি হওয়া অস্বাভাবিক কিছু নয়। তারা একই গোত্রীয় মানুষ এবং একই ধরণের মানসিকতা নিয়ে কাজ করছে। সেক্ষেত্রে কেএনএফ আরাকান আর্মির কাছ থেকে যদি কোনো অস্ত্র পেয়েও যায়, এটাতে আমি অবাক হব না। কিন্তু আশার বিষয় এটা যে কেএনএফ কোনো অবস্থাতেই আধিপত্য বিস্তার করতে পারছে না। বরং কেএনএফ এখন অন্তত নাজুক অবস্থায় আছে। আমাদের অভিযান চলমান আছে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করতে চাই সম্মিলিতভাবে কাজ করলে কেএনএফকে সমূলে উৎপাটন করা সম্ভব এবং সেটা অবশ্যই প্রয়োজন।

    এ সময় গোপালগঞ্জের বিষয়ে ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা বলেন, গোপালগঞ্জে যে ঘটনাটি হয়েছে সেটি দুঃখজনক। কিন্তু কোন প্রেক্ষাপটে ঘটেছে, কেন সেখানে আইনশৃঙ্খলা বাহিনীকে বল প্রয়োগ করতে হয়েছিল, সে ব্যাপারেও সরকারি পর্যায়ে একটি উচ্চপর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে একজন বিচাপতিকে প্রধান করে। তদন্ত কমিটি খুঁজে বের করবে যে কীভাবে এটা হয়েছে, কেন হয়েছে, প্রেক্ষাপট কী ছিল? আমরা সে পর্যন্ত অপেক্ষা করি।

    তিনি বলেন, কোনো দলকে নয়, কোনো ব্যক্তিকে নয়। বরং যাদের জীবন হুমকির মধ্যে পড়েছিল আমরা সেটা বিবেচনা করেই তাদেরকে উদ্ধার করেছিলাম। যাদের জীবন হুমকির মধ্যে বিবেচনায় পড়েছিল তাদেরকে আমরা উদ্ধার করেছি। সেটা দলের পরিচয়ে মুখ্য বিষয় ছিল না। জীবন রক্ষার্থে এ কাজটি করা হয়েছে।

  • যে জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের জন্য, যা করতে হবে ১০ দিনের মধ্যে!

    যে জরুরি নির্দেশনা সরকারি চাকরিজীবীদের জন্য, যা করতে হবে ১০ দিনের মধ্যে!

    সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য বরাদ্দ হওয়া খালি বাসা ১০ দিনের মধ্যে ‘দখল’ নিতে হবে। এ নির্দেশনা দিয়ে সম্প্রতি গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় থেকে সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব, সিনিয়র, সচিব, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের কাছে চিঠি পাঠানো হয়েছে।

    ঢাকা শহরে কর্মরত বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীদের অনুকূলে সরকারি আবাসন পরিদপ্তরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন শ্রেণির সরকারি বাসা-বাড়ি কতিপয় শর্ত সাপেক্ষে বরাদ্দ দেওয়া হয়। বরাদ্দপত্রে উল্লিখিত শর্ত অনুযায়ী বাসা খালি হওয়ার ১০ দিনের মধ্যে বাসার দখল গ্রহণের বাধ্যবাধকতা রয়েছে।

    অনেক সময় বরাদ্দপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কিছু বরাদ্দগ্রহীতা বাসা খালি থাকা সত্ত্বেও বাসার দখলভার গ্রহণ করেন না। এতে বাসাটি দীর্ঘদিন খালি থাকার কারণে একদিকে যেমন সরকার রাজস্ব আহরণ থেকে বঞ্চিত হচ্ছে, অন্যদিকে বাসার দখল ধরে রাখার কারণে অন্য কর্মচারীকে বাসা বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না।

    এমতাবস্থায় বরাদ্দপত্রের শর্ত মোতাবেক বাসাটি খালি হওয়ার ১০ দিনের মধ্যে দখলভার গ্রহণ করতে বলা হলো। দখলভার গ্রহণে ইচ্ছুক না হলে তা দ্রুততার সঙ্গে আবাসন পরিদপ্তরকে অবহিত করতে বলা হয়েছে।