আরও একটি লম্বা ছুটি আসছে
চলতি বছরে বেশ কয়েকটি লম্বা ছুটি কাটিয়েছেন সরকারি চাকরিজীবীরা। সবশেষ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা চারদিন ছুটি কাটিয়েছেন তারা। এরমধ্যে ১ অক্টোবর ছিল নির্বাহী আদেশে ছুটি। ২ অক্টোবর বিজয়া দশমী উপলক্ষে একদিন ছুটি এবং এরপর ছিল শুক্রবার শনিবার সাপ্তাহিক বন্ধ। এবার সামনে আরও একটি লম্বা সরকারি ছুটি আসছে।
২০২৫ সাল শেষ হতে এখনও দুই মাসের বেশি বাকি। এ সময়ে আরও বেশ কয়েকটি ছুটি পাবেন তারা। এরমধ্যে একটি ছুটি বৃহস্পতিবার পড়েছে। ফলে টানা তিন দিন ছুটির স্বাদ পাবেন চাকরিজীবীরা।
নতুন বেতন কাঠামোতে সুখবর পাচ্ছেন বেসরকারি চাকরিজীবীরাও
চলতি বছরের সরকারি ছুটির ক্যালেন্ডার অনুযায়ী, এই বছর আরও দুটি ছুটি পাবেন চাকরিজীবীরা। সবগুলোই সাধারণ ছুটি। তবে, চলতি মাসের বাকি সময়ে এবং নভেম্বরে কোনো ছুটি নেই। বছরের শেষ মাসে রয়েছে দুটি ছুটি, যার মধ্যে একটির সঙ্গে শুক্র ও শনিবার মিলিছে।
চলতি বছর দুটি ছুটির মধ্যে বিজয় দিবস মঙ্গলবার (১৬ ডিসেম্বর) এবং যিশুখ্রিস্টে জন্মদিন বা বড়দিন বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর)। এরমধ্যে ২৫ ডিসেম্বর বৃহস্পতিবার হওয়ায় এরসঙ্গে যুক্ত হয়েছে সাপ্তাহিক ছুটি শুক্র ও শনিবার। অর্থাৎ টানা তিন ছুটি কাটাতে পারবেন চাকরিজীবীরা।
উল্লেখ্য, চলতি বছর চাকরিজীবীরা সবচেয়ে বড় ছুটি কাটিয়েছেন দুই ঈদে। ঈদুল ফিতরের ছুটি ছিল টানা ৯ দিন। আর ঈদুল আজহা উপলক্ষে টানা ১০ দিন ছুটি কাটান চাকরিজীবীরা।