ঢাকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে
1 min read

ঢাকায় গৃহবধূর মরদেহ উদ্ধার, যা জানা যাচ্ছে

রাজধানীতে একটি বাসা থেকে তাসনুফা তাবাসসুম মিম (২১) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে কলাবাগানের ঢালী বাড়ি লেক সার্কাস রোডে এই ঘটনা ঘটে।

তাবাসসুম চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আকুবদন্দী শরীফপাড়া গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে। তিনি স্বামী জামিউল হক ফারুকীর সঙ্গে কলাবাগান এলাকার ওই বাসায় ভাড়া থাকতেন। তার সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) নন্দন কুমার দাস বলেন, প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে অচেতন অবস্থায় নিয়ে যাওয়া হয় তাবাসসুমকে। পরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, নিহতের পরিবারের স্বজনরা জানিয়েছেন- দুই বছর আগে জামিউল হক ফারুকীর সঙ্গে বিয়ে হয় তাবাসসুমের। তাদের সংসারে সাত মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গতরাতে স্বামী-স্ত্রীর পারিবারিক কলহের জেরে নিজ রুমে গিয়ে ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে ফাঁস দেন তাবাসসুম। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে দ্রুত হাসপাতালে নিলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।

এসআই বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।