উঠানে গাঁজা গাছ লাগিয়ে পাতা বিক্রি করতেন রাসেল, অতঃপর…
1 min read

উঠানে গাঁজা গাছ লাগিয়ে পাতা বিক্রি করতেন রাসেল, অতঃপর…

দিনাজপুরের বিরামপুর উপজেলার ভেটাই গ্রাম থেকে ১২ ফুট উচ্চতার একটি গাঁজা গাছসহ এক তরুণকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে তাকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতের নাম রাসেল ইসলাম (২১)। তিনি বিরামপুর উপজেলার পলিপ্রয়াগপুর ইউনিয়নের ভেটাই গ্রামের হাসানুজ্জামান বিপ্লবের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে গাঁজা গাছ রোপণ করে রাসেল মাদকসেবীদের কাছে ওই গাছের পাতা বিক্রি করে আসছিল। খবর পেয়ে বৃহস্পতিবার অভিযানে নামে পুলিশ। পরে তার বাড়ি থেকে ১২ ফুটের একটি গাঁজা গাছ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে রাসেল এ কাজে জড়িত ছিল।

এ বিষয়ে বিরামপুর থানার ওসি মমতাজুল হক গণমাধ্যমকে বলেন, গাঁজার গাছ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার থানায় মামলার পর আসামিকে দিনাজপুর আদালতে সোপর্দ করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।