সমুচা আনতে ভুলে যাওয়ায় বিচার বসিয়ে স্বামীকে মারধর, অতঃপর…
1 min read

সমুচা আনতে ভুলে যাওয়ায় বিচার বসিয়ে স্বামীকে মারধর, অতঃপর…

স্ত্রীর আবদার অনুযায়ী সমুচা আনতে ভুলে যাওয়ায় মারধরের শিকার হয়েছেন এক স্বামী। তুচ্ছ এক ঘটনা থেকে সৃষ্ট পারিবারিক বিরোধ নাটকীয়ভাবে গড়িয়েছে গ্রাম্য সংঘর্ষ পর্যন্ত।

চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশে। বুধবার (৩ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যমটি জানিয়েছে, সংঘর্ষের পর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া, স্বামীকে মারধর করা স্ত্রীর পরিবারের চার সদস্যের বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগও আনা হয়েছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, ৩০ আগস্ট উত্তর প্রদেশের সেহরাপুরের বাসিন্দা শিবম তার স্ত্রী সঙ্গীতার জন্য সমুচা আনতে ভুলে যান। সামান্য এ ব্যাপারটি নিয়ে শুরু হওয়া তর্ক-বিতর্ক দ্রুতই ধারণ করে তীব্র আকার।

পরের দিন সঙ্গীতা তার বাবা-মা এবং তার মামাকে স্বামীর বাড়ি ডেকে পাঠায়। ৩১ আগস্ট প্রাক্তন গ্রামপ্রধান অবধেশ শর্মার উপস্থিতিতে একটি সালিশ ডাকা হয়। কিন্তু সালিশটি সহিংস হয়ে ওঠে। এক পর্যায়ে স্ত্রী ও তার আত্মীয়রা শিবমকে মারধর করেন। এর জেরে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুইপক্ষ। এতে শিবমের পরিবারের সদস্যরাও আহত হন।

 

এদিকে এ ঘটনায় শিবমের মা বিজয় কুমারী থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। কর্তৃপক্ষ ভারতীয় আইনের ‘ন্যায় সংহিতা’র প্রাসঙ্গিক ধারায় এফআইআর নথিভুক্ত করে, যার মধ্যে হত্যাচেষ্টার অভিযোগও রয়েছে।

এদিকে সালিশে হামলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, ভুক্তভোগী স্বামী ও তার পরিবারের সদস্যদের মারধর করা হচ্ছে।