স্বামী দ্বিতীয় বিয়ে করায় যে কাণ্ড করলেন স্ত্রী
1 min read

স্বামী দ্বিতীয় বিয়ে করায় যে কাণ্ড করলেন স্ত্রী

নরসিংদীর শিবপুরে দ্বিতীয় বিয়ে করায় মো. হাসান মোল্লা (২৮) নামে এক ব্যক্তির পুরুষাঙ্গ কেটে ফেলেছেন প্রথম স্ত্রী।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নের পশ্চিম মুনসেফেরচর গ্রামে এই ঘটনা ঘটে।

আহত হাসান মোল্লা (২৮) ওই গ্রামের শফিজ উদ্দিন মোল্লার পুত্র।

জানা যায়, হাসান মোল্লা স্ত্রীর অনুমতি ব্যতীত দ্বিতীয় বিয়ে করার কারণে তার ওপর ক্ষিপ্ত ছিলেন প্রথম স্ত্রী তানিয়া আক্তার (২৫)। হাসান মোল্লা পেশায় একজন ট্রাক ড্রাইভার। ডিউটি শেষে সকালে বাড়িতে এসে ঘুমিয়ে পড়লে তার স্ত্রী তানিয়া কৌশলে তার পুরুষাঙ্গ কেটে ফেলেন। এ সময় তার চিৎকারে শুনে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় অভিযুক্তকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে এলাকাবাসী।

শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসাইন বলেন, অভিযুক্ত নারী পুলিশের হেফাজতে আছে, লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।