জমজম কূপ: যা ইসমাইল (আ.)-এর পায়ের আঘাতে সৃষ্ট হয়েছিল
হ্যাঁ, জমজম কূপের সৃষ্টি নিয়ে এমন একটি বর্ণনা প্রচলিত আছে যেখানে বলা হয়, হজরত ইসমাইল (আ.)-এর পায়ের আঘাতে এই কূপের সৃষ্টি হয়েছিল। যখন হজরত ইব্রাহিম (আ.) তাঁর স্ত্রী হাজেরা ও শিশুপুত্র ইসমাইল (আ.)-কে মক্কার মরুভূমিতে রেখে যান, তখন পানির অভাবে হাজেরা (আ.) খুব চিন্তিত হয়ে পড়েন এবং সাফা ও মারওয়া পাহাড়ের মধ্যে পানির জন্য ছোটাছুটি করতে থাকেন। এরপর আল্লাহর নির্দেশে হজরত জিবরাঈল (আ.) এসে ইসমাইল (আ.)-এর পায়ের আঘাতে এই কূপ সৃষ্টি করেন।
ইসলামিক বর্ণনা অনুযায়ী, জমজম কূপটি মক্কার মসজিদুল হারামের অভ্যন্তরে অবস্থিত। এটি কাবা থেকে ২০ মিটার (৬৬ ফুট) পূর্বে অবস্থিত। পাঁচ হাজার বছরেরও বেশি সময় ধরে এই কূপ থেকে অবিরাম পানি পাওয়া যাচ্ছে, যা এটিকে বিশ্বের প্রাচীনতম সক্রিয় কূপ হিসেবে পরিচিত করেছে। মুসলমানরা এই কূপের পানিকে বরকতময় ও পবিত্র বলে মনে করে এবং বিভিন্ন উদ্দেশ্যে পান করে থাকে।
জমজম কূপের নামকরণ নিয়েও একটি ঘটনা প্রচলিত আছে। হাজেরা (আ.) যখন পানির জন্য ছোটাছুটি করছিলেন, তখন তিনি “জমজম” শব্দটি বারবার উচ্চারণ করছিলেন, যার অর্থ “থামাও, থামাও”। এই থেকেই এই কূপের নামকরণ করা হয় জমজম।