ধর্ম
ধর্ম
মায়ের কাছে পড়ে ৯ মাসে হাফেজ
কুষ্টিয়ার ভেড়ামারার ৭ বছর বয়সী এক শিশু, মুহাম্মদ, তার মা ও নানির কাছে ৯ মাসে কোরআন মুখস্থ করে “হাফেজ” হয়েছে। শিশুটি ভেড়ামারা উপজেলার সাতবাড়ীয়া গ্রামের মুফতি আবদুল্লাহ আমজাদের ছেলে। তার মা, আলেমা মাসুমা জান্নাত, “মাসুমা জান্নাত মহিলা মাদ্রাসা” নামে একটি মাদ্রাসা পরিচালনা করেন, যেখানে তিনি এবং তার মা (মুহাম্মদের নানি) উভয়েই কোরআনের হাফেজ। কিছু বাংলা সংবাদ মাধ্যম জানিয়েছে।