Category: বিনোদন

বিনোদন

  • গোপনাঙ্গে ‘তিল’ রয়েছে? কীসের লক্ষণ জানেন

    গোপনাঙ্গে ‘তিল’ রয়েছে? কীসের লক্ষণ জানেন

    তিল প্রত্যেকের জীবনের সঙ্গে সম্পর্কিত এবং যা কিনা অনেক ইঙ্গিত দেয়। তাই কিছু জায়গায় তিলকে শুভ এবং কিছু জায়গায় অশুভ বলে মনে করা হয়। শুধু তাই নয়, জ্যোতিষশাস্ত্রে, তিলগুলির মাধ্যমেও একজন ব্যক্তির ব্যক্তিত্ব সনাক্ত করা যায়।

     

     
    2/7
    এই তিলগুলি কেবল একজন ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জ্যোতিষশাস্ত্র এবং সামুদ্রিক শাস্ত্রে এগুলিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।
    এই তিলগুলি কেবল একজন ব্যক্তির সৌন্দর্য বৃদ্ধি করে না, বরং জ্যোতিষশাস্ত্র এবং সামুদ্রিক শাস্ত্রে এগুলিকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়।

     

    অনেকের গোপনাঙ্গে লাল এবং কালো তিলও থাকে। কিন্তু, আপনি কি জানেন এই তিলগুলি কী নির্দেশ করে? গোপনাঙ্গে তিল থাকার অর্থ কী? জ্যোতিষী অংশুল ত্রিপাঠীর থেকে জেনে নেওয়া যাক এই সম্পর্কে৷
    অনেকের গোপনাঙ্গে লাল এবং কালো তিলও থাকে। কিন্তু, আপনি কি জানেন এই তিলগুলি কী নির্দেশ করে? গোপনাঙ্গে তিল থাকার অর্থ কী? জ্যোতিষী অংশুল ত্রিপাঠীর থেকে জেনে নেওয়া যাক এই সম্পর্কে৷
     
    4/7
    সমুদ্র শাস্ত্রে, একজন ব্যক্তির সম্পর্কে বলা যায় তার তিলের আকার এবং রঙের উপর ভিত্তি করে। শরীরের কোন অংশে তিল থাকলে তার অর্থ কী? চোখ, নাক, মুখ, ঠোঁট থেকে শুরু করে শরীরের গোপনাঙ্গ পর্যন্ত, তিলের বিভিন্ন অর্থ রয়েছে।
    সমুদ্র শাস্ত্রে, একজন ব্যক্তির সম্পর্কে বলা যায় তার তিলের আকার এবং রঙের উপর ভিত্তি করে। শরীরের কোন অংশে তিল থাকলে তার অর্থ কী? চোখ, নাক, মুখ, ঠোঁট থেকে শুরু করে শরীরের গোপনাঙ্গ পর্যন্ত, তিলের বিভিন্ন অর্থ রয়েছে।
    advertisement 

    5/7
    সমুদ্র শাস্ত্র অনুসারে, পুরুষ এবং মহিলা উভয়ের গোপনাঙ্গে তিল থাকার অর্থ আলাদা। তবে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে উভয়কেই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে গোপনাঙ্গে তিল যৌন আকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়।
    সমুদ্র শাস্ত্র অনুসারে, পুরুষ এবং মহিলা উভয়ের গোপনাঙ্গে তিল থাকার অর্থ আলাদা। তবে শারীরিক সম্পর্কের ক্ষেত্রে উভয়কেই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে গোপনাঙ্গে তিল যৌন আকাঙ্ক্ষার ইঙ্গিত দেয়।
     
    6/7
    যদি কোনও মহিলার বুকের আশেপাশে তিল থাকে, তাহলে তিনি তার কাজের প্রতি আত্মবিশ্বাসী। এই ধরনের মহিলাদের ব্যক্তিত্ব খুবই ভাল। তারা জানেন কীভাবে কার যত্ন নিতে হয় এবং কাউকে খুব ভালবাসতে হয়।
    যদি কোনও মহিলার বুকের আশেপাশে তিল থাকে, তাহলে তিনি তার কাজের প্রতি আত্মবিশ্বাসী। এই ধরনের মহিলাদের ব্যক্তিত্ব খুবই ভাল। তারা জানেন কীভাবে কার যত্ন নিতে হয় এবং কাউকে খুব ভালবাসতে হয়।
     
    7/7
    বুকে তিল থাকা মহিলারা অনেক বৃদ্ধ বয়সের পরে তার পছন্দের সঙ্গী পান। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
    বুকে তিল থাকা মহিলারা অনেক বৃদ্ধ বয়সের পরে তার পছন্দের সঙ্গী পান। (Disclaimer: প্রতিবেদনের লেখা তথ্য News18 বাংলার নিজস্ব মত নয় ৷ সঠিক ফল পাওয়ার জন্য বিশেষজ্ঞের সঙ্গে যোগাযোগ করুন ৷ )
  • চুক্তিতে টয়লেটে গিয়ে ১ ঘন্টাতে ৫ বার দেবার পর আবারও চাইলো

    চুক্তিতে টয়লেটে গিয়ে ১ ঘন্টাতে ৫ বার দেবার পর আবারও চাইলো

    ডিজিটাল বাংলাদেশে স’বকিছুই যেন ডি’জিটালের হাওয়া। ডিজিটাল হওয়ায় ভা’লোর পাশাপাশি আ’ছে খা’রাপ। এরই অংশ হিসাবে বর্তমা’নে রা’জধানীতে অবাধে চলছে ফোনে অশ্লি’লতা। আর ঢাকার তরুণীরা এক ঘন্টা বা দুই ঘন্টার চুক্তিতে এই ফোন ক’রতে বি’জ্ঞাপনের জ’ন্য ব্যবহার করছে বিভিন্ন ওয়েবসাইট, পাশাপাশি আ’ছে ফেস’বুকেরও ব্যবহার।ফলশ্রুতিতে এ বাণিজ্য মহা’নগরীতে এখন জমজমাট ব্য’বসা। তবে ফোনে গো’পন কাজ করার জ’ন্য আ’পনাকে ঘন্টা প্র’তি গু’নতে হবে টাকা।

    আর এই জ’ন্য আ’পনাকে অগ্রিম বিকাশ বা ফেলিক্সিলোড ক’রতে হবে নির্ধা’রিতফোন নম্বরে। নচেৎ সাড়া দেয়া হয় না। এ সং’ক্রা’’ন্ত অনেক ওয়েব সাইটে বি’জ্ঞাপনও প্র’চার করা হচ্ছে।ওই স’ব বি’জ্ঞাপনে ব’লে দেয়া হচ্ছে, বিকাশ বা ফেক্সিলোড মাধ্যম ছাড়া টাকা না পাঠিয়ে দয়া করে কেউ বি’র’ক্ত করবেন না। মিস ক’ল দেবেন না।

    আরও পড়ুন : হাতের নখের মধ্যে- হস্ত্ররেখা বিজ্ঞান আর জ্যোতিষ শাস্ত্রে এমন কিছু কথা বলা হয়েছে, যেগুলি সব কিছু জানার পর আপনি আপনার ভবিষ্যৎ খুব সহজেই জানতে পারবেন । আর এর সাহায্যে আপনি ভবিষ্যেতের ঘটনাগুলি আন্দাজ করতে পারবেন ।

    আর আমাদের হাতে আর পায়ে একম কিছু জিনিস থাকে যা আমাদের ভবিষ্যতের কথা বলে থাকে । আর আমাদের হাতের মধ্যে যে রেখা গুলি আছে তাদের অর্থ কিছু না কিছু হয়ে থাকে । আর মানুষের হাতের নখ তাদের নিয়ে অনেক কিছু বলে ।

    আর আপনারা নিজেদের নখ দেখেছেন আর আপনি লক্ষ করেছেন এই হাতের নখের মধ্যে একটি নখ থাকে। কিন্তু এই চিহ্নটি সকলেই নখে থাকে না । আর নখের উপর এই চিহ্ন আপনার নিয়ে অনেক রহস্য খুলে দিতে পারে । আর আজ আমরা এই নখের নিয়ে কিছু অজানা কথা আপনাদের জানাব ।

    আসলে এই অর্ধ চন্দ্রের মানে কি হয়ে থাকে ? আসলে যে মানুষের নখে এই ধরনের চিহ্ন থাকে তাদের জীবন খুব ভালো ভাবে কেটে থাকে । কিন্তু এই সব লোকেদের প্রথমে কঠিন পরিশ্রমের মাধ্যমে দিন কাটাতে হয়ে থাকে । কিন্তু পরিশ্রমের ফল সব সময় মিষ্টি হয়ে থাকে । আর যারা পরিশ্রম করে তারা ভালো জীবন কাটিয়ে থাকে ।

    আর যাদের নখের মধ্যে এই রকম চিহ্ন থাকে তাদের জীবন সঙ্গির জন্যে খুব ভাগ্যশালী হয়ে থাকে । আর এদের যারা জীবন সঙ্গী হবে তারা খুব পরিষ্কার মনের হবে । আর সে আপনাকে খুব ভালো বাসবে । কিন্তু তাঁর সব সময় খেয়াল রাখতে হবে নাহলে সে আপনার প্রতি অভিমান করতে পারে ।

    আর যাদের নখের মধ্যে এই চিহ্ন থাকে তারা খুব পরিশ্রমি হয়ে থাকে । আর তারা কঠিন থেকে কঠিন কাজ পরিশ্রম করতে কোন দিন পিছুপা হয় না । আর তারা নিজেদের কাজের জন্যে খুব সিরিয়াস হয়ে থাকে । তারা যে কাজটি একবার করব ভাবে তারা তা করেই ছাড়ে । আর তাঁর জন্যে কঠিন পরিশ্রম করে থাকে । আর যাদের নখে এই রকমের চিহ্ন থাকে তাদের নিজের দেশের জন্যে কিছু করে দেখানোর সৌভাগ্য পেয়ে থাকে । আর তাদের সব সময় সততার সাথে এগিয়ে যেতে হবে , আর কোন আশা সুযোগ কে কোন দিন হাতছাড়া করা উচিত নয়।

  • শুটিংয়ের সময় উত্তেজনায় ৩ জনকে নিতে গিয়ে মলত্যাগ করে ফেলে সে

    শুটিংয়ের সময় উত্তেজনায় ৩ জনকে নিতে গিয়ে মলত্যাগ করে ফেলে সে

    চট্টগ্রামের আজিম ও মানিকগঞ্জের ২৮ বছর বয়সী বৃষ্টি আন্তর্জাতিক পর্নো ইন্ডাস্ট্রিতে সক্রিয়। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে সবচেয়ে বেশি আলোচিত বৃষ্টি ওরফে তানিয়া আক্তার বৃষ্টি। নিজেকে বাংলাদেশের এক নম্বর মডেল হিসেবে পরিচয় দেন তিনি। ২০২৪ সালের ১৭ মে প্রথম তার ভিডিও প্রকাশ পায়। প্রথমবারেই বাজিমাত করেন তিনি।

    বৃষ্টির সেই ভিডিও ১১২টি ভাগে প্রকাশ পায়। সেগুলো ২৬৭ মিলিয়নেরও বেশি ভিউ হয়। তারা দুজনেই একাধিক আন্তর্জাতিক ওয়েবসাইটে সেই ভিডিওগুলো প্রচার করেন। এমনকি সামাজিক যোগযোগমাধ্যমর বিভিন্ন একাউন্ট ব্যবহার করে নতুন কনটেন্টের লিংক শেয়ার করতেন। একইসঙ্গে দর্শকদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত করার প্রচারণাও চালাতেন।

    একটা সময় বিশ্বে পর্নো ক্যাটাগরির ৮ নম্বর জায়গা দখল করে নেন বৃষ্টি। সবশেষ অক্টোবরের প্রথম দুই সপ্তাহে বিভিন্ন ফেসবুক পেজে অন্তত ৫০টি পোস্টের মাধ্যমে এ তথ্য দেখা যায়।

    চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় জন্মগ্রহণ করেন পর্নো তারকা আজিম অন্যদিকে মানিকগঞ্জের হরিরামপুরের বাসিন্দা বৃষ্টি। দুজনেই দরিদ্র পরিবারের সন্তান। তবে পর্নো ইন্ডাস্ট্রিতে নাম লেখানোর পর বিলাসবহুল জীবনযাপন পার করতে থাকেন।

    তদন্তে দেখা গেছে, বৃষ্টির নামে টেলিগ্রাম চ্যানেল খোলা হয়েছে, যা যৌথভাবে তারা পরিচালনা করতেন। চ্যানেল ও সোশ্যাল মিডিয়ায় নিয়মিত ভিডিও লিংক করতেন। বিভিন্ন পোস্টে তারা আয়ের স্ক্রিনশট ও নগদ অর্থ দেখিয়ে নতুনদের উৎসাহিত করেন।

    বৃষ্টির ফেসবুক ও ইনস্টাগ্রাম একাউন্ট প্রায় ৪৯ হাজার ও ১২ হাজার ফলোয়ার সমৃদ্ধ। উভয় একাউন্টে নিজেকে ‘বাংলাদেশের নাম্বার ওয়ান মডেল’ দাবি করা হয়েছে। পোস্টে তারা স্বাধীন ও বিলাসী জীবনধারার ছবি, নগদ অর্থ, প্রাইভেট গাড়ি ও মোটরবাইকের চিত্র প্রকাশ করেছেন।

    পর্নো ইন্ডাস্ট্রিতে নাম লেখানোর আগে বিয়ে করেছিলেন বৃষ্টি। সেই বিয়ে ভেঙ্গে আজিমের সঙ্গে মিলে ভিডিও বানাতে শুরু করেন তিনি। অন্যদিকে আজিমের দাবি, ‘পর্নো ভিডিও বানানোর বিষয়ে তার স্বজনরা সবকিছুই জানতো।’

    পুলিশের রেকর্ড অনুযায়ী, গত ২৫ আগস্ট আজিমকে মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করেছিল পুলিশ। তবে কয়েকদিনের মধ্যে মুক্তি পেয়ে যান তিনি। এরপর তারা দুজনেই গা ঢাকা দেন।

    তবে শেষ রক্ষা হয়নি তাদের। ধরা পড়েছেন পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির হাতে। সোমবার (২০ অক্টোবর) বান্দরবান এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

    জানা যায়, গত ১৩ অক্টোবর ফল ব্যবসায়ী পরিচয় দিয়ে সেখানকার একটি বাসা ভাড়া নেন তার। ভাড়া দেওয়ার সময় আইডি কার্ডসহ নিজেদের জীবন বৃতান্ত জমা দেন। তবে কোথাও গেলে দুজনেই হেলমেট পড়ে বের হতেন।

    এ বিষয়ে সিআইডির বিশেষ পুলিশ সুপার জসীম উদ্দিন খান গণমাধ্যমকে বলেন, ওই দম্পতি বিদেশি একটি ওয়েবসাইটে নিয়মিত পর্নো কনটেন্ট আপলোড করতেন। তাদের পরিচালিত চ্যানেলটি বিশ্বের জনপ্রিয় পর্নো সাইটগুলোর মধ্যে অন্যতম।

    পুলিশের একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, দেশে বসেই তারা ভিডিও ধারণ, সম্পাদনা ও আপলোড করতেন। এর মাধ্যমে বিপুল অর্থ উপার্জন করছিলেন।

    বাংলাদেশে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ২০১২ অনুযায়ী, পর্নোগ্রাফি উৎপাদন ও বিতরণ একটি ফৌজদারি অপরাধ। এই দম্পতি শুধু নিজেরাই অপরাধ করেনি বরং অন্যদেরও এই পথে যুক্ত হতে উৎসাহিত করছেন। তাদের মাধ্যমে দেশে পর্নো ভিডিও বানানো এবং প্রচারের একটি নেটওয়ার্ক গড়ে উঠেছে।

  • মাথা নিচে পা উপরে দিয়ে নতুন স্টাইলে করলেন শ্রাবন্তী, ভিডিওর লিংকসহ

    মাথা নিচে পা উপরে দিয়ে নতুন স্টাইলে করলেন শ্রাবন্তী, ভিডিওর লিংকসহ

    টলিপাড়ার অভিনেত্রীদের নিয়ে কম চর্চা হয়না, সবসময়েই তাঁরা চর্চার তুঙ্গে থাকেন। তবে দর্শকদের সবসময়ই অভিনেত্রীদের ব্যক্তিগত জীবনের সম্বন্ধে নানারকম খবর জানার কৌতুহল থাকে। টলিউডের সবচেয়ে চর্চিত অভিনেত্রীদের মধ্যে একজন শ্রাবন্তী চ্যাটার্জি।তাঁকে নিয়ে প্রায় প্রতিনিয়ত চর্চা চলতে থাকে।

    তাঁর ব্যক্তিগত জীবন থেকে পেশাগত জীবন সবটাই মানুষের চর্চার মূল বিষয়। বিশেষ করে শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন নিয়েই মাথাব্যাথা সকল দর্শকদের, কারণ তাঁর ব্যক্তিগত জীবন এখন সমাজের অধীনে। প্রেম, বিয়ে সবটাই সোশ্যাল মিডিয়ার সামনে তুলে ধরেন তিনি। পর পর তিন তিনটি বিয়ে করেছেন তিনি, কিন্তু কোনওটাই টেকেনি।

    রাজীব, কৃষ্ণ ভরদ্বাজ, রোশন তাঁর তিন প্রাক্তন স্বামী নাম। শুধু রাজীব ছাড়া কারুর সঙ্গেই তাঁর সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়নি। যদিও রোশনের সঙ্গে তাঁর এখনও ডিভোর্স মামলা চলছে। শ্রাবন্তী প্রায় প্রতি মাসে প্রায় ৭ লাখ টাকা করে অ্যালুমিনি চেয়েছেন রোশনের থেকে। উল্টে রোশনও শ্রাবন্তীর বিরুদ্ধে মিথ্যে নথি দায়ের করার অভিযোগ এনেছেন।

    অন্যদিকে শোনা যাচ্ছিল, নায়িকার জীবনে চতুর্থ প্রেম ডানা মেলেছে। তবে সেটিও চুকে গিয়েছে। কোনও কিছুতেই নায়িকাকে কেউ দমিয়ে রাখতে পারেনি। এদিকে অত্যধিক স্ট্রেসের কারণে দিনে দিনে শারীরিক ওজনও বৃদ্ধি পাচ্ছে, যার ফলে তিনি মাঝে মধ্যেই ছোট্ট ছোট্ট পোশাকে ধরা দিয়ে অশ্লীল কটাক্ষের শিকার হন। তবে তিনি এখন শুরু করেছেন ওয়ার্কআউট।

    প্রায়ই বিভিন্ন ধরনের যোগার পাশাপাশি কার্ডিও করেন তিনি। কিন্তু শ্রাবন্তী এবার যা করলেন তা দেখে একেবারে চোখ কপালে উঠল সবার। সম্প্রতি শ্রাবন্তী তাঁর ইনস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেছেন, যাতে দেখা গিয়েছে, তিনি ক্যালিসথেনিক প্র্যাকটিস করছেন। এটি একটি বিশেষ ধরনের ওয়ার্কআউট। যার ফলে শরীরের বিভিন্ন সমস্যার সমাধান সম্ভব হয়। তবে এই ওয়ার্কআউটটি তিনি ট্রেনারের তত্ত্বাবধানে করেছেনশ্রাবন্ত। ছবিতে শ্রাবন্তীকে দেখা গিয়েছে, মাটি থেকে সামান্য উপরে মাথা নিচে ও পা উপরে করে দড়িতে ঝুলছেন অভিনেত্রী।

    তাঁর পরনে কালো রঙের টি-শার্ট ও কালো-গোলাপি জেগিংস ছিল। ছবির ক্যাপশনে শ্রাবন্তীর ট্রেনার অরিজিৎ লিখেছেন, কখনও হার মানা উচিত নয়। শ্রাবন্তীর ছবির কমেন্ট বক্সে অনেকেই এই ওয়ার্কআউটটি করার উপায় জানতে চেয়েছেন। নেটিজেনদের পছন্দ হয়েছে শ্রাবন্তীর অধ্যবসায়। তবে বহুদিন পর নায়িকার ছবিতে কোনও নেতিবাচক কমেন্ট চোখে পড়েনি।