Author: News Live

  • লিভার ড্যামেজের যেসব লক্ষণ ফুটে ওঠে ত্বকে

    লিভার ড্যামেজের যেসব লক্ষণ ফুটে ওঠে ত্বকে

    লিভার আমাদের শরীরের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ। যখন লিভার ঠিকমতো কাজ করে না, তখন শরীরের নানা অঙ্গই প্রভাবিত হতে শুরু করে। আধুনিক জীবনের অস্বাস্থ্যকর অভ্যাসের কারণে লিভার সংক্রান্ত সমস্যা অনেকেরই হয়। বিশেষ করে ফ্যাটি লিভার এবং লিভার সিরোসিসের মতো জটিল রোগ। এসব রোগের সময়মতো সঠিক চিকিৎসা না হলে লিভার পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে।

    লিভারে সমস্যা হলে শরীর প্রথমেই সংকেত দেয়, আর সেই সংকেতগুলোর মধ্যে ত্বকের পরিবর্তনগুলো সবচেয়ে চোখে পড়ার মতো। এই সংকেতগুলো সময়মতো চিনে নিয়ে ডাক্তারের পরামর্শ নিলে গুরুতর সমস্যা এড়ানো সম্ভব।

    ত্বক ও চোখে হলুদ ভাব:
    লিভার ঠিকমতো কাজ না করলে শরীরে বিলিরুবিন নামক পদার্থ জমা হতে থাকে। এর ফলে ত্বক ও চোখ হলদেটে হয়ে যায়, যা জন্ডিস নামে পরিচিত। এটি লিভারের গুরুতর সমস্যা বোঝায়। এই লক্ষণ দেখলেই দ্রুত চিকিৎসকের কাছে যাওয়া জরুরি।

    ত্বকে চুলকানি ও জ্বালা:
    লিভারের কার্যকারিতা কমে গেলে শরীরে টক্সিন জমা হতে থাকে। এছাড়া পিত্তরস সঠিকভাবে বের না হলে ত্বকে দীর্ঘস্থায়ী চুলকানি বা জ্বালা অনুভূত হতে পারে। যদি এই সমস্যা বারবার বা দীর্ঘ সময় ধরে থাকে, তবে তা লিভার সমস্যার প্রাথমিক লক্ষণ হতে পারে।

    ত্বকে ফুসকুড়ি বা ফোঁড়া:
    লিভার দুর্বল হলে রক্ত সঞ্চালনে বিঘ্ন ঘটে, যার প্রভাব ত্বকে পড়ে। ছোট ফুসকুড়ি, ফোঁড়া বা লাল দাগ দেখা দিতে পারে। যদি এসব ফুসকুড়ি সাধারণ ওষুধে সেরে না ওঠে, তাহলে লিভার পরীক্ষা করানো জরুরি।

    মুখ ও চোখ ফুলে যাওয়া:
    লিভার ঠিকমতো কাজ না করলে শরীরে অতিরিক্ত তরল জমে মুখ ও চোখ ফোলার সমস্যা হতে পারে। বিশেষ করে সকালে ঘুম থেকে উঠলে যদি এই ফোলা ভাব অনুভব করেন, তা লিভারের দুর্বলতার ইঙ্গিত হতে পারে।

    লিভার সুস্থ রাখতে করণীয়

    সুষম ও পুষ্টিকর খাবার খান: ফল, শাক-সবজি, গোটা শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার লিভারকে স্বাস্থ্যবান রাখে।
    প্রচুর পানি পান করুন: প্রতিদিন ৭-৮ গ্লাস পানি পান করুন, যা শরীর থেকে টক্সিন বের করতে সাহায্য করে।
    ধূমপান ও অ্যালকোহল এড়িয়ে চলুন: ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন। এই অভ্যাসগুলো লিভারের জন্য অত্যন্ত ক্ষতিকর।
    নিয়মিত ব্যায়াম করুন: হালকা যোগব্যায়াম, হাঁটাহাঁটি বা অন্যান্য ব্যায়াম লিভারের কার্যক্ষমতা বাড়ায়।
    লিভারের সমস্যা যদি ত্বকের মাধ্যমে সতর্কতা দেয়, তা কখনোই উপেক্ষা করবেন না। সময়মতো চিকিৎসা নিলে গুরুতর অসুস্থতা এড়ানো যায় এবং লিভার সুস্থ রাখা সম্ভব।

     

  • বিমানবন্দর থেকে বের হতেই ডিবি পরিচয়ে প্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল লুট

    বিমানবন্দর থেকে বের হতেই ডিবি পরিচয়ে প্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল লুট

    বিমানবন্দর থেকে বের হতেই রাজধানীতে ডিবি পরিচয়ে লন্ডনপ্রবাসীর ১৫ লাখ টাকার মালামাল ছিনতাই হয়েছে। প্রবাসীর পরিবারটির কাছ থেকে টাকা, সোনা, ডলার ও আইফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে বনানী থানার পুলিশ।

    মঙ্গলবার (২৯ জুলাই) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হয়ে বনানী কবরস্থান এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে। পরে বনানী থানায় মামলা করেছে প্রবাসীর পরিবার। তবে ছিনতাইকারীরা তাদের জিম্মি করে ভয় দেখিয়েছে। তাই তারা এখনও ট্রমা থেকে বের হতে পারেননি। এ কারণে তারা পরিচয় প্রকাশ করতে চান না বলে জানিয়েছে পুলিশ।

    ছিনতাইয়ের কবলে পড়া প্রবাসীর পরিবারের বরাত দিয়ে বনানী থানার পুলিশ জানায়, ছিনতাইকারীরা পরিবারটির কাছ থেকে ১৫ লাখ টাকার স্বর্ণালংকার, কিছু নগদ টাকা এবং ডলার নিয়ে গেছে।

    এই ঘটনায় মামলা হয়েছে নিশ্চিত করে পুলিশ জানায়, প্রবাসী পরিবারটিকে ছিনতাইকারীরা বিমানবন্দর থেকেই অনুসরণ করছিল বলে ধারণা করা হচ্ছে।

    এ বিষয়ে জানতে চাইলে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার জানান, ডিবি পরিচয়ে কয়েকজন ওই প্রবাসী পরিবারটিকে বহনকারী মাইক্রোবাস থামায়। সাধারণ পুলিশ যে ধরনের লাইট ব্যবহার করে গাড়ি থামানোর সংকেত দেয়, ছিনতাইকারীরা একই লাইট ব্যবহার করে গাড়িটি থামিয়েছিল। তারপর ব্যাগ ছিনিয়ে নিয়ে তারা পালিয়ে যায় বলেও জানান তিনি।

     

  • এসির সামনে চিকিৎসকের ঘুম, রক্তক্ষরণে রোগীর মৃত্যু

    এসির সামনে চিকিৎসকের ঘুম, রক্তক্ষরণে রোগীর মৃত্যু

    সড়ক দুর্ঘটনায় আহত সুনীল এক ব্যক্তি স্ট্রেচারে শুয়ে যন্ত্রণায় কাঁদছিলেন এবং রক্তক্ষরণ হচ্ছিল। কর্তব্যরত দুই জুনিয়র চিকিৎসক ভূপেশ কুমার রাই ও অনিকিত ঘুমাচ্ছিলেন। পরবর্তীতে আহত ব্যক্তিটি রক্তক্ষরণে মারা যায়। ঘটনার একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর সমালোচনার ঝড় উঠেছে। এ ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর দুই জুনিয়র চিকিৎসককে বরখাস্ত করা হয়েছে।

    ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মিরাটে। মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ৭টায় সুনীলের মৃত্যু হয়।

    পরিবারের অভিযোগ, বিলম্বে চিকিৎসার কারণেই তার মৃত্যু হয়েছে। তবে জিন্দাল দাবি করেছেন, রোগী আগে থেকেই গুরুতর অবস্থায় ছিলেন।

    নিরাপত্তা ক্যামেরার ফুটেজে দেখা গেছে, লালা লাজপত রায় মেমোরিয়াল মেডিকেল কলেজের কর্তব্যরত চিকিৎসকেরা ঘুমাচ্ছেন। রোগী তখন যন্ত্রণায় কাতরাচ্ছেন।

    ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল সোমবার সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় আহত সুনীল নামের এক ব্যক্তিকে লালা লাজপত রায় মেমোরিয়াল (এলএলআরএম) মেডিকেল কলেজে নিয়ে আসে পুলিশ। জরুরি বিভাগে ভর্তি করার সময় সুনীলের শরীর থেকে রক্ত ঝরছিল বলে জানা গেছে।

    ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, একজন চিকিৎসক এসির সামনে টেবিলে পা ছড়িয়ে ঘুমাচ্ছেন। একজন নারী একটি শিশু ও প্রেসক্রিপশন হাতে নিয়ে চিকিৎসককে জাগানোর চেষ্টা করছেন। পাশেই হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন সুনীল, তার পা থেকে রক্ত ঝরছে।

    ঘটনার সময় ডিউটি ইন-চার্জ শশাঙ্ক জিন্দাল হাসপাতালে উপস্থিত ছিলেন না। তবে তদন্তের সময় জিন্দাল জানান, অবহেলা ও পরিবারের অভিযোগের বিষয়ে জানার পরপরই তিনি হাসপাতালে এসে রোগীকে তাৎক্ষণিক চিকিৎসা দেন।

    এলএলআরএম মেডিকেল কলেজের অধ্যক্ষ আর সি গুপ্ত বলেন, একটি ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একজন জুনিয়র চিকিৎসক ঘুমাচ্ছেন, যখন একজন রোগী সাহায্য চাচ্ছিলেন।

    মিরাট জেলা ম্যাজিস্ট্রেটকে এই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

  • শেখ পরিবারের নামে থাকা ৪ কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন

    শেখ পরিবারের নামে থাকা ৪ কলেজ ও ২১ ভবনের নাম পরিবর্তন

    দেশের চারটি সরকারি কলেজ ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ২১টি ভবন ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। মূলত, এসব প্রতিষ্ঠান থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, শেখ কামালসহ আওয়ামী লীগ ঘরানার বেশ কয়েকজনের নাম সরিয়ে দিয়ে নতুন নামকরণ করা হয়েছে।

    সোমবার (২৮ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ-৪ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

    এতে বলা হয়েছে, মোট চারটি সরকারি কলেজের নাম এবং ২১টি স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। নাম পরিবর্তনের ক্ষেত্রে অধিকাংশ স্থানে পূর্বের নাম থেকে রাজনৈতিক ও পারিবারিক অভিঘাত মুছে দিয়ে নিরপেক্ষ বা ভৌগোলিক ভিত্তিক নাম যুক্ত করা হয়েছে।

    শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এসব নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মন্ত্রিপরিষদ বিভাগের ২০২৫ সালের ৯ ফেব্রুয়ারির চিঠির আলোকে এবং মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়ন পরিবীক্ষণ অধিশাখার পরামর্শ অনুযায়ী।

    যেসব কলেজের নাম পরিবর্তন করা হয়েছে-

    ‘শহীদ আবদুর রব সেরনিয়াবাত সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল’ এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘সরকারি টিচার্স ট্রেনিং কলেজ, বরিশাল’। ‘সরকারি জয়বাংলা কলেজ, খুলনা’ হয়েছে ‘খুলনা সরকারি কলেজ, খুলনা’, ‘জিল্লুর রহমান সরকারি মহিলা কলেজ, ভৈরব’ হয়েছে ‘ভৈরব সরকারি মহিলা কলেজ’ এবং ‘রাষ্ট্রপতি আবদুল হামিদ সরকারি কলেজ, ইটনা’ হয়েছে ‘ইটনা সরকারি কলেজ’।

    নাম পরিবর্তন হয়েছে যেসব স্থাপনার-

    প্রজ্ঞাপন অনুযায়ী বিভিন্ন কলেজে স্থাপিত ছাত্রাবাস, একাডেমিক ভবন ও ছাত্রীনিবাসের নাম থেকেও বাদ দেওয়া হয়েছে শেখ হাসিনা, শেখ কামাল, শেখ রাসেল, বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব, ডা. ওয়াজেদ মিয়াসহ অনেকের নাম।

    এরমধ্যে বরগুনা সরকারি মহিলা কলেজের ‘শেখ হাসিনা ছাত্রীনিবাস’ এখন থেকে শুধুই ‘বরগুনা সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাস’ নামে পরিচিত হবে। একইভাবে ঢাকা কলেজের ‘শেখ কামাল হল’ হয়েছে ‘বিজয় ২৪’ এবং ‘শেখ জামাল একাডেমিক ভবন’ হয়েছে ‘জুলাই ৩৬ একাডেমিক ভবন’। শরীয়তপুর সরকারি কলেজের ‘শেখ রাসেল ছাত্রাবাস’ বদলে হয়েছে ‘শহীদ মামুন ছাত্রাবাস’। তিতুমীর কলেজের ‘ড. ওয়াজেদ মিয়া বিজ্ঞান ভবন’ এখন ‘নতুন বিজ্ঞান ভবন’ নামে চালু থাকবে।

    এ ছাড়া বিভিন্ন কলেজের ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’-এর নামও একাধিক ক্ষেত্রে বদলানো হয়েছে। রাজবাড়ী সরকারি কলেজে এটি হয়েছে ‘তাপসী রাবেয়া ছাত্রীনিবাস’, আর দিনাজপুর সরকারি কলেজে ‘বঙ্গমাতা শেখ

    ফজিলাতুন্নেছা মুজিব ছাত্রীনিবাস’ নামটি সরিয়ে ‘ছাত্রীনিবাস-৩’ নাম নির্ধারণ করা হয়েছে।

    নরসিংদী, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, হবিগঞ্জ, মৌলভীবাজার, যশোর, পাবনা ও সন্দ্বীপের সরকারি কলেজগুলোর বিভিন্ন ভবনেও একই ধরনের নাম পরিবর্তন করা হয়েছে।