Author: News Live

  • ‘মন দিয়ে মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয়’

    ‘মন দিয়ে মানুষকে ছোঁয়া যায় না, শরীর দিয়ে মন ছুঁতে হয়’

    মানিক বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস অবলম্বনে নির্মিত ‘পুতুলনাচের ইতিকথা’ ছবিটি দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ১ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। তবে মুক্তির আগেই ছবির কেন্দ্রীয় চরিত্র ‘কুসুম’-এর অভিনেত্রী জয়া আহসানের একটি মন্তব্য নতুন করে নেটিজেনদের মাঝে আলোচনা শুরু হয়েছে।

    সম্প্রতি ছবির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে জয়া আহসান ঔপন্যাসিক মানিকের বিখ্যাত উক্তি, ‘শরীর, শরীর তোমার মন নাই কুসুম?’ – এর এক ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন। তার এই মন্তব্যকে ঘিরে ইতোমধ্যেই শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া।

    সাধারণত ‘কুসুম’ চরিত্রটিকে শরীরসর্বস্ব হিসেবে দেখা হলেও জয়া আহসান বাস্তব জীবনে ‘মন’ ও ‘শরীর’ উভয়ের গুরুত্বকেই তুলে ধরেছেন। ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে জয়া বলেন, ‘মন দিয়ে তো মানুষকে ছোঁয়া যায় না। শরীর দিয়ে মন ছুঁতে হয়। আমার জীবনে মন এবং শরীর— উভয়ের ভূমিকাই গুরুত্বপূর্ণ। আমার বিশ্বাস কুসুমেরও তাই।’

    তার কথায়, ‘আমায় ভারতীয় পরিচালকেরা ভালবাসেন, ছবিতে অভিনয়ের জন্য ডাকেন তার জন্য কৃতজ্ঞ। কিন্তু এখনই শশী-কুসুমের সম্পর্কে নিয়ে জানতে চাইবেন না। ওটা ১ আগস্ট পর্দার জন্য তোলা থাক?’

    এদিকে পরিচালক সুমন মুখার্জি জানান, ১৫ বছর পর মুক্তি পেলেও ছবির গল্প এবং এর সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট আজও সমসাময়িক। সেই সময়ের সঙ্গে বর্তমানের খুব বেশি পার্থক্য নেই। ঠিক যেমন পর্দার ‘কুসুম’ আর বাস্তবের জয়া আহসানের মধ্যে তেমন পার্থক্য নেই।

  • ভারতের কোন জায়গাতে ভাই ও বোনের মধ্যে বিয়ে হয়

    ভারতের কোন জায়গাতে ভাই ও বোনের মধ্যে বিয়ে হয়

    আপনি যদি চাকরির পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে আপনার পাঠ্য বিষয়ের পাশাপাশি সাধারণ জ্ঞান ও কারেন্ট অ্যাফেয়ার্স গুলির সম্পর্কে জেনে রাখা উচিত। এগুলি আপনাকে নতুনত্ব কিছু শেখায় এবং আপনার নলেজ বৃদ্ধি করে। এর বিশেষত্ব হলো ইন্টারভিউ হোক বা লিখিত পরীক্ষা, বেশিরভাগ সাধারণ জ্ঞানের ভিত্তিতে প্রশ্নগুলি করা হয়। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হল, এবার দেখে নিন…

    ১) প্রশ্নঃ মনিপুরের রাজধানীর নাম কি?
    উত্তরঃ ইম্ফল।

    ২) প্রশ্নঃ জানেন পশ্চিমবঙ্গের আয়তন কত?
    উত্তরঃ ৮৮৭৫২ বর্গ কিলোমিটার।

    ৩) প্রশ্নঃ ভারতের জাতীয় সংগীত ‘বন্দেমাতরম’ কোথা থেকে নেওয়া হয়েছে?
    উত্তরঃ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে।

    ৪) প্রশ্নঃ ‘ওরা ভারত ভাগ করেছে, আমি পাকিস্তানকে টুকরো করলাম’ এই উক্তিটি কার?
    উত্তরঃ ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের।

    ৫) প্রশ্নঃ রাজা রামমোহন রায়কে যুগদূত উপাধি দিয়ে সম্মানিত করেন কে?
    উত্তরঃ সুভাষচন্দ্র বসু।

    ৬) প্রশ্নঃ বিখ্যাত বক্সার মেরি কম কোন রাজ্যের খেলোয়াড়?
    উত্তরঃ মনিপুর।

    ৭) প্রশ্নঃ মহারাষ্ট্রে মারাঠা সাম্রাজ্য কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল?
    উত্তরঃ ছত্রপতি শিবাজী।

    ৮) প্রশ্নঃ কোন প্রাণীর মাথা কাটার পরেও জীবিত থাকে?
    উত্তরঃ আরশোলা।

    ৯) প্রশ্নঃ গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়?
    উত্তরঃ বৃহস্পতি।

    ১০) প্রশ্নঃ বিশ্বের প্রথম নোট তৈরি হয়েছিল কোন দেশে?
    উত্তরঃ চীন।

    ১১) প্রশ্নঃ ইংরেজরা কবে ভারতে এসেছিল?
    উত্তরঃ ২০শে মে ১৪৯৮ সাল।

    ১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে বেকারত্বের হার সবচাইতে বেশি?
    উত্তরঃ হরিয়ানায় বেকারত্বের হার সবচেয়ে বেশি, প্রায় ৮.৩০%।

    ৯) প্রশ্নঃ গ্রেট রেড স্পট কোন গ্রহে দেখা যায়?
    উত্তরঃ বৃহস্পতি।

    ১০) প্রশ্নঃ বিশ্বের প্রথম নোট তৈরি হয়েছিল কোন দেশে?
    উত্তরঃ চীন।

    ১১) প্রশ্নঃ ইংরেজরা কবে ভারতে এসেছিল?
    উত্তরঃ ২০শে মে ১৪৯৮ সাল।

    ১২) প্রশ্নঃ ভারতের কোন রাজ্যে বেকারত্বের হার সবচাইতে বেশি?
    উত্তরঃ হরিয়ানায় বেকারত্বের হার সবচেয়ে বেশি, প্রায় ৮.৩০%।

  • কোন জিনিস যা ছেলেদের বড় হয়, তবে মেয়েদের বড় হয় না

    কোন জিনিস যা ছেলেদের বড় হয়, তবে মেয়েদের বড় হয় না

    বিভিন্ন সরকারি হোক বা বেসরকারি চাকরি পরীক্ষার জন্য সারাবছর ছাত্রছাত্রীরা বিশেষভাবে প্রস্তুতি নিয়ে থাকে। তবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তাদের ইন্টারভিউ এর জন্য ডাকা হয়। এই সময় যারা ইন্টারভিউ নেন, তারা প্রার্থীদের উপস্থিত বুদ্ধির জন্য এমন কিছু প্রশ্ন ঘুরিয়ে করেন যাতে তারা বিভ্রান্ত হন। এই প্রতিবেদনে তেমনি কিছু প্রশ্নের উত্তর নিয়ে আসা হয়েছে…

    ১) প্রশ্ন: তাজমহলের আসল নাম কি?
    উত্তর: মুমতাজ মহল।

    ২) প্রশ্ন: মাদার টেরিজা কোন দেশের মানুষ ছিলেন?
    উত্তর: মেসিডোনিয়া।

    ৩) প্রশ্ন: পৃথিবীর কত শতাংশ মানুষ ডানহাতি?
    উত্তর: ৮১ শতাংশ মানুষ ডানহাতি।

    ৪) প্রশ্ন: কলকাতা ভারতের রাজধানী ছিল কত সাল পর্যন্ত?
    উত্তর: ১৯১১ সাল।

    ৫) প্রশ্ন: গান্ধীজির স্ত্রীর নাম কি ছিল?
    উত্তর: কস্তুরবা গান্ধী।

    ৬) প্রশ্ন: কে সব সময় দৌড়ে চলে, কখনো থামেনা?
    উত্তর: ঘড়িতে সেকেন্ডের কাঁটা।

    ৭) প্রশ্ন: পৃথিবীর প্রথম করোনা মুক্ত দেশের নাম কী?
    উত্তর: নিউজিল্যান্ড।

    ৮) প্রশ্ন: আইসক্রিম কোন দেশের মানুষেরা প্রথম তৈরি করেছিল?
    উত্তর: চীন দেশের মানুষেরা।

    ৯) প্রশ্ন: কোন জিনিস আপনি কাউকে দিলে আপনাকেই সামলে রাখতে হয়?
    উত্তর: প্রতিশ্রুতি।

    ১০) প্রশ্ন: ভারতের এমন কোন শহর, যাকে উল্টো লিখলেও একই দেখায়?
    উত্তর: কটক (উড়িষ্যার একটি শহর)।

    ১১) প্রশ্ন: কোন জিনিস জল খেলেই মারা যায়?
    উত্তর: জল তেষ্টা বা পিপাসা জল খেলেই মারা যায়।

    ১২) প্রশ্ন: পৃথিবীর দিন ও রাতের মাঝে রেখটিকে কী বলে?
    উত্তর: টার্মিনেটর।

    ১৩) প্রশ্ন: এমন কোন জিনিস আছে যার জন্ম থেকেই বুড়ো?
    উত্তর: আমাদের বুড়ো আঙুল।

    ১৪) প্রশ্ন: কোন বয়সে ছেলেদের উচ্চতা সবথেকে তাড়াতাড়ি বৃদ্ধি পায়?
    উত্তর: ১৩-১৭ বছরের মধ্যে।

  • এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

    এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

    তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) নতুন দাম ঘোষণা করা হবে আগামী রোববার (৩ আগস্ট)। এদিন এক মাসের জন্য এলপিজির নতুন দাম জানা যাবে।

    বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

    এতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত আগস্ট (২০২৫) মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনা রোববার বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

    এর আগে, গত ২ জুলাই সবশেষ সমন্বয় করা হয় এলপি গ্যাসের দাম। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৯ টাকা কমিয়ে ১ হাজার ৩৬৪ টাকা নির্ধারণ করা হয়।

    আগামী রোববার এলপিজির পাশাপাশি ঘোষণা করা হবে অটোগ্যাসের দামও।

    এর আগে, গত ২ জুলাই সবশেষ সমন্বয় করা হয় অটোগ্যাসের দাম। সে সময় ভোক্তা পর্যায়ে ১ টাকা ৮৪ পয়সা কমিয়ে অটোগ্যাসের মূসকসহ দাম প্রতি লিটার ৬২ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

    উল্লেখ্য, ২০২৪ সালে ৪ দফা কমেছিল এলপিজি ও অটোগ্যাসের দাম, আর বেড়েছে ৭ দফা। এ দফা ছিল অপরিবর্তিত। গত বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর বাড়ানো হয়েছিল এলপিজি ও অটোগ্যাসের দাম। আর দাম কমেছিল এপ্রিল, মে, জুন ও নভেম্বরে। তবে দাম অপরিবর্তিত ছিল ডিসেম্বরে।