Author: News Live

  • ধর্ষণের দায়ে প্রথম কোনো নারীর যাবজ্জীবন

    ধর্ষণের দায়ে প্রথম কোনো নারীর যাবজ্জীবন

    প্যারিসে ১২ বছর বয়সী লোলা ডাভিয়েকে ধর্ষণ ও হত্যার দায়ে এক নারীকে ফ্রান্সের আদালত আজীবন কারাদণ্ড দিয়েছে—যা দেশটিতে অত্যন্ত বিরল একটি শাস্তি। দেশটির রাজধানী প্যারিসে ১২ বছর বয়সী স্কুলছাত্রী লোলা ড্যাভিয়েটকে ধর্ষণ, নির্যাতন ও হত্যা করার অভিযোগে আলজেরীয় নাগরিক দাহবিয়া বেঙ্কিরেদকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। এটি ফ্রান্সে কোনও নারীর বিরুদ্ধে প্রথমবার সর্বোচ্চ সাজা হিসেবে দেওয়ার ঘটনা।

    ২৭ বছর বয়সী দাহবিয়া বেঙ্কিরেদকে অন্তত ৩০ বছর কারাভোগ করতে হবে বলে তিন বিচারক ও ছয়জন জুরির প্যানেল রায় দিয়েছে। ফ্রান্সে এমন “পুরো জীবনের” সাজা খুবই কম দেওয়া হয়—এবং বেঙ্কিরেদ প্রথম নারী যিনি এই দণ্ড পেলেন। এর আগে যাদের এ ধরনের সাজা হয়েছে, তাদের মধ্যে আছেন সিরিয়াল কিলার মিশেল ফুরনিরে এবং ২০১৫ সালের প্যারিস হামলায় জড়িত জিহাদিস্ট সালাহ আবদেসলাম।

    আদালতে রায়ে বিচারক বলেন, “অপরাধটি ছিল চরম নিষ্ঠুর ও মানবিকতার পরিপন্থী। ভুক্তভোগী ও তার পরিবার এমন ভয়াবহ ও অবর্ণনীয় পরিস্থিতিতে মানসিক আঘাত পেয়েছেন, বিচার আদালত তা বিবেচনায় নিয়েছে।”

    প্রসঙ্গত, ঘটনার সময় লোলা তার বাড়িতে একমাত্র সন্তান ছিলেন।

    ২০২২ সালের ১৪ অক্টোবর বিকেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, তখন ২৪ বছর বয়সী বেঙ্কিরেদ স্কুল থেকে বাড়ি ফেরার সময় লোলার কাছে যান।
    তিনি লোলাকে ভবনের এক অ্যাপার্টমেন্টে নিয়ে যান, যেটি তার বড় বোন সাবলেট করেছিলেন।

    সেখানে দেড় ঘণ্টার মধ্যে বেঙ্কিরেদ ১২ বছর বয়সী লোলাকে যৌন নির্যাতন করেন এবং পরে কাঁচি ও বাক্স কাটার ব্লেড দিয়ে আক্রমণ চালান। তিনি লোলার হাত-পা ও মুখে ডাক্ত টেপ পেঁচিয়ে দেন, যা শ্বাসরোধের মাধ্যমে তার মৃত্যু ঘটায়।

    বেঙ্কিরেদের ছাত্র ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও তিনি ফ্রান্সে অবস্থান করছিলেন এবং তার বিরুদ্ধে দেশে যাওয়ার নির্দেশ ছিল। এই কারণে ঘটনাটি অভিবাসন-প্রশ্নকেও বড় করে তুলেছে ফ্রান্সে।

  • টানা ২ দফায় ভরিতে কত কমলো সোনার দাম

    টানা ২ দফায় ভরিতে কত কমলো সোনার দাম

    দেশের বাজারে টানা ২ দফায় সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবশেষ রোববার (২৬ অক্টোবর) রাতে এক বিজ্ঞপ্তি দিয়ে ভরিতে সোনার দাম ১ হাজার ৩৯ টাকা কমিয়েছে সংগঠনটি। এতে টানা ২ দফায় ভরি প্রতি স্বর্ণের দাম কমেছে ৯ হাজার ৪২৫ টাকা।

    বিজ্ঞাপন
    সোমবার (২৭ অক্টোবর) থেকে নতুন এ দাম কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

    নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

    বিজ্ঞাপন
    বাজুস আরও জানায়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি ৬ শতাংশ যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।

     

    সোনার দামে ফের পরিবর্তন, এবার ভরি যত
    এর আগে, সবশেষ গত ২২ অক্টোবর দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাজুস। সেদিন ভরিতে ৮ হাজার ৩৮৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি।

    বিজ্ঞাপন
    এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। যা কার্যকর হয়েছিল ২৩ অক্টোবর থেকে।

     

  • যুবতীর ২টি যৌ.না.ঙ্গ, জানালেন সুবিধা ও অসুবিধার কথা

    যুবতীর ২টি যৌ.না.ঙ্গ, জানালেন সুবিধা ও অসুবিধার কথা

    আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের এক নারী দাবি করেছেন, তিনি একই সঙ্গে দুজন পুরুষের দ্বারা অন্তঃসত্ত্বা হতে পারবেন। কারণ জন্ম থেকেই তার জরায়ু, সারভিক্স, যো.নি সবই দুটি করে। বিজ্ঞানের ভাষায় বিষয়টিকে বলা হয় ‘ইউটেরাস ডাইডেলফিস’।

    অ্যারিজোনার ওই নারী বিরল এ অবস্থার শিকার হওয়ার কথা জানিয়েছেন টিকটকে। লিয়ান্নে নামের ওই নারী জানান, বিরল এ অবস্থার সম্পর্কে সচেতনতা বাড়ানোই তার লক্ষ্য। ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছে তার ভিডিও। তিন লাখেরও বেশি মানুষ দেখেছেন ভিডিওটি।

    কেউ কুর্নিশ জানিয়েছেন তার সাহসকে, কেউ প্রকাশ করেছেন বিস্ময়। শুধু নিজের অবস্থার কথা জানানোই নয়, বিষয়টি সম্পর্কে নেটিজেনদের একাধিক প্রশ্নের উত্তরও দিয়েছেন তিনি। অনেকেই তাকে প্রশ্ন করেছেন তার ঋতুস্রাব নিয়ে।

    জবাবে লিয়ান্নে জানিয়েছেন, দুই যৌ .না. ঙ্গে দুবার ঋতুস্রাব হয় তার। তবে সাধারণত দুই যৌ না ঙ্গে প্রায় একই সঙ্গে ঋতুস্রাব হয় বলে খুব একটা ঝক্কি পোহাতে হয় না তাকে। সন্তানধারণে কোনো সমস্যা হবে কিনা, সেই প্রশ্নে তিনি জানিয়েছেন, একই সঙ্গে দুজন আলাদা পুরুষের দ্বারা অন্তঃসত্ত্বা হতে পারবেন তিনি।

    তবে বিষয়টি নিয়ে খুব একটা আগ্রহী নন বলেই জানান লিয়ান্নে। তিনি জানান, যো.নি.র অভ্যন্তরে একটি বিভাজিকার মাধ্যমে দুটি আলাদা পথ তৈরি হয়েছে। এই পথ দুটি আলাদা আলাদা জরায়ুতে যায় বলে দাবি করেছেন তিনি।

  • এবার বাংলাদেশের বড় যে সিদ্ধান্তে বিপাকে ভারত!

    এবার বাংলাদেশের বড় যে সিদ্ধান্তে বিপাকে ভারত!

    রাশিয়া থেকে তেল ও অস্ত্র আমদানির কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্য যুদ্ধে এবার বড় ধরনের চাপে পড়েছে ভারত। ওয়াশিংটন নতুন করে আরও ২৫ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে, যা বিদ্যমান ২৫ শতাংশ শুল্কের সঙ্গে যুক্ত হয়ে ভারতের ওপর যুক্তরাষ্ট্রের মোট শুল্কের পরিমাণ দাঁড়িয়েছে ৫০ শতাংশে। ট্রাম্প ঘোষিত এই অতিরিক্ত শুল্ক আগামী ২৭ আগস্ট থেকে কার্যকর হবে।

    এই কঠোর সিদ্ধান্তে ভারত এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বেশি করযুক্ত বাণিজ্য অংশীদারে পরিণত হবে, যা কার্যত যুক্তরাষ্ট্র ও ভারতের বাণিজ্যে নিষেধাজ্ঞার সমান। এর ফলে ভারতের রপ্তানিমুখী শিল্পে বড় ধাক্কা লাগতে চলেছে এবং দেশটির প্রবৃদ্ধি অর্ধ শতাংশের বেশি কমে যাওয়ার ঝুঁকিতে পড়েছে।

    ইতিমধ্যে এর প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রের ক্রেতারা ভারতীয় কারখানাগুলোতে দেওয়া অর্ডার বাতিল বা স্থগিত করতে শুরু করেছেন। ভারতের তৈরি পোশাক, চামড়া ও বিভিন্ন ভোগ্যপণ্যের বড় অংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি হলেও অতিরিক্ত শুল্কের কারণে সেসব পণ্য এখন আন্তর্জাতিক প্রতিযোগিতায় টিকতে পারছে না।

    এক ভারতীয় ব্যবসায়ী সংবাদমাধ্যমকে বলেন, “আমরা যুক্তরাষ্ট্রে আর প্রতিযোগিতা করতে পারছি না। যেখানে বাংলাদেশের শুল্ক ২০ শতাংশ, সেখানে আমাদের দিতে হচ্ছে ৫০ শতাংশ। ফলে ক্রেতারা বাংলাদেশের দিকেই ঝুঁকছেন।”

    এই পরিস্থিতিতে ভারতীয় ব্যবসায়ীরা বিকল্প পথ হিসেবে দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম রপ্তানিকারক দেশ বাংলাদেশের দিকে ঝুঁকছেন। বর্তমানে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের তৈরি পোশাকের ওপর শুল্ক মাত্র ২০ শতাংশ, যা ভারতের তুলনায় অনেক কম। ফলে ভারতের বাতিল হওয়া বিপুল সংখ্যক অর্ডার সরাসরি বাংলাদেশে চলে আসছে।

    মার্কিন সংস্থাগুলো বাংলাদেশের কারখানায় নতুন করে অর্ডার দিচ্ছে। পাশাপাশি, ভারতীয় বড় ব্যবসায়ীরাও এখন বাংলাদেশের প্রতিষ্ঠিত রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করছেন এবং অনেকে যৌথ উদ্যোগে কাজ করার চিন্তাভাবনা শুরু করেছেন।

    ভারতীয় উদ্যোক্তারা দীর্ঘ মেয়াদে মার্কিন বাজার ধরে রাখতে বাংলাদেশকে ‘মধ্যবর্তী সেতু’ হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছেন। অর্থাৎ, ভারতীয় কোম্পানিগুলো সরাসরি নয়, বরং বাংলাদেশের কারখানাগুলোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে চাইছে।

    এদিকে, বাংলাদেশি পোশাক কারখানাগুলো হঠাৎ করে অতিরিক্ত অর্ডার পাওয়ায় চাপের মুখে পড়েছে। মালিকরা বলছেন, গত বছরের তুলনায় চলতি বছরের এই সময়ে তাদের অর্ডার কয়েক গুণ বেড়েছে। এর ফলে উৎপাদন ব্যস্ততায় কারখানাগুলো দিনরাত চলছে। এক শীর্ষ রপ্তানিকারক বলেন, “আমাদের যেসব ক্রেতা আগে ভারতে অর্ডার দিতেন, তারাই এখন আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। অর্ডার এত বেড়েছে যে, সময়মতো ডেলিভারি দিতে আমরা সংগ্রাম করছি।”

    বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের নতুন শুল্কনীতি ভারতের জন্য মারাত্মক সংকট ডেকে আনলেও, বাংলাদেশের জন্য এটি এক বিরাট সুযোগ—নতুন বাজার দখল করা এবং বৈদেশিক মুদ্রা আয়ের প্রবাহ আরও বাড়ানোর।