Author: News Live

  • এইমাএ পাওয়া: দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি

    এইমাএ পাওয়া: দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, উল্টে গেছে বগি

    লালমনিরহাটে বুড়িমারী কমিউটার ও লালমনি এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে লালমনি এক্সপ্রেসের ২টি বগি উল্টে গেছে। দুর্ঘটনায় হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি। সোমবার (২৮ জুলাই) শহরের বিডিআর গেট এলাকায় এ ঘটনা ঘটে।

    বিষয়টি নিশ্চিত করেছেন লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম।

    স্থানীয় সূত্রে জানা গেছে, বুড়িমারী স্থলবন্দর থেকে একটি লোকাল ট্রেন লালমনিরহাট স্টেশনে প্রবেশ করছিল। একই সময়ে ঢাকা অভিমুখী লালমনি এক্সপ্রেস ট্রেনটি পরিষ্কারের জন্য ওয়াসফিটের দিকে যাচ্ছিল। এ সময় সিগন্যাল বিভ্রাটের কারণে মুখোমুখি সংঘর্ষ হয়।

    এ বিষয়ে লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ম্যানেজার আবু মোস্তফা আলম বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে ভুল সিগনালের কারণে এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। খোঁজ খবর নেওয়া হচ্ছে।

  • বিয়ের কয়েক ঘণ্টা পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিলেন অভিনেতার স্ত্রী

    বিয়ের কয়েক ঘণ্টা পর অন্তঃসত্ত্বা হওয়ার ঘোষণা দিলেন অভিনেতার স্ত্রী

    তামিল অভিনেতা ও শেফ মধমপট্টি রঙ্গরাজ আবারও শিরোনামে। জনপ্রিয় স্টাইলিস্ট জয় ক্রিজিলদাকে বিয়ের ঘোষণা দিয়েই নতুন চমক দিলেন এই দম্পতি। বিয়ের কয়েক ঘণ্টা পরই জয় ইনস্টাগ্রামে জানান, তিনি ছয় মাসের অন্তঃসত্ত্বা!

    রবিবার (২৭ জুলাই) নিজেদের বিয়ের একটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেন জয়, যেখানে দেখা যায় রঙ্গরাজ তাকে সিঁদুর পরিয়ে দিচ্ছেন। ক্যাপশনে লেখা ছিল, ‘মিস্টার অ্যান্ড মিসেস রঙ্গরাজ’, সঙ্গে হ্যাশট্যাগ দিয়ে ‘স্বামী-স্ত্রী’।

    কিছু সময় পর আরেকটি পোস্টে আরও বড় সুখবর দেন জয়। জানান, “২০২৫ সালে আমাদের সন্তান আসছে। আমি ছয় মাসের অন্তঃসত্ত্বা।” ছবিতে জয়কে দেখা গেছে লাল শাড়িতে, হাস্যোজ্জ্বল মুখে রঙ্গরাজের পাশে দাঁড়িয়ে আছেন।

    বিয়ের পরপরই সন্তানের খবর জানানোয় অভিনন্দনের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও বিতর্ক। এদিকে রঙ্গরাজের ব্যক্তিগত জীবন ঘিরে আরও বড় প্রশ্ন উঠেছে। তার প্রথম স্ত্রী শ্রুতি রঙ্গরাজ দাবি করেছেন, এখনো তাদের আইনি বিচ্ছেদ হয়নি। শ্রুতি একজন আইনজীবী, বিনোদনজগতের কেউ নন। তাদের সংসারে রয়েছে দুটি পুত্রসন্তান।

    তবে এই বিষয়ে রঙ্গরাজ এখনো কোনো মন্তব্য করেননি।

    উল্লেখ্য, ‘মেহেন্দি সার্কাস’ সিনেমার মাধ্যমে রঙ্গরাজের চলচ্চিত্রে অভিষেক। প্রথম ছবিতেই প্রশংসা কুড়ান তিনি। পরে অভিনয় করেছেন ‘পেঙ্গুইন’ ছবিতেও।রঙ্গরাজ-জয়ের হঠাৎ বিয়ে ও সন্তানের খবর এখন তামিল ফিল্ম ইন্ডাস্ট্রির আলোচনার কেন্দ্রবিন্দু।

     

  • ভারত থেকে কলার ভেলায় ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুট

    ভারত থেকে কলার ভেলায় ভেসে এলো শিশুর মরদেহ, সঙ্গে চিরকুট

    ভারতে সাপে কাটা একটি শিশুর মরদেহ কলাগাছের ভেলায় করে নদীতে ভাসিয়ে দেওয়া হয়। ওই শিশুর মরদেহ কুড়িগ্রামে দুধকুমার নদে এসে পৌঁছেছে। রোববার সকাল সাড়ে ৯টায় সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের দুধকুমার নদে গারুহারা ঘাটে ভেলা‌টি ভাসতে দেখেন স্থানীয়রা।

    সোমবার (২৮ জুলাই) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর।

    মরদেহের সঙ্গে থাকা মোবাইল নম্বরে ফারুক খান নামে এক শিক্ষার্থী ফোন করে জানতে পারেন, শিশুটির মামা পরিচয়দানকারী অনকু দাস জানিয়েছেন শিশুটি ১০ জুলাই সাপের কামড়ে মারা যায়।

    নতুন করে জীবন ফিরে পাবে- এমন আশায় লাশটি নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এসব কথা জানার পর স্থানীয়রা আর লাশটি না আটকিয়ে আবারও নদীতে ভাসিয়ে দেন।

    স্থানীয় বা‌সিন্দারা জানান, কলাগাছের কয়েকটি গুঁড়ি দিয়ে তৈরি এক‌টি ভেলায় চাটাইয়ের ওপর প্রায় ৬ বছর বয়সি এক‌টি শিশুর ম‌রদেহ ভাসতে দেখেন তারা। লাশটি চাদর, মশা‌রি এবং প‌লি‌থিন দিয়ে ঢেকে রাখা।

    শুধু মু‌খটা দেখা যাচ্ছে। ভেলাতে শিশু‌টির ছ‌বি সম্বলিত নাম-ঠিকানা ও এক‌টি ফোন নাম্বার উল্লেখ করা ছিল।

    উল্লেখিত ঠিকানায় দেখা যায়- শিশু‌টির নাম সুমীত দাস, তার পিতার নাম আকুমনি দাস, মায়ের নাম পদ্মা দাস। সেখানে ঠিকানা উল্লেখ করা ছিল- ‌ডেকাবঘাট লালবা‌ড়ি, আসাম, ভারত।

    যাত্রাপুরের গারুহারা এলাকার কলেজ শিক্ষার্থী ফারুক খান বলেন, সকাল সাড়ে ৯টার দিকে কলাগাছের ভেলায় এক‌টি লাশটি ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে আমি সেখানে যাই। পরে লাশের সঙ্গে এক‌টি চিরকুট দেখতে পাই। ওই চিরকুটে এক‌টি ভারতীয় ফোন নম্বর ছিল। ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ যোগাযোগ করলে অপরপ্রান্ত থেকে সাড়া পাই- অনকু দাস নামে এক ব্যক্তি শিশু‌টির মামা প‌রিচয় দেন।

    পরে তি‌নি জানান, গত ১০ জুলাই শিশু‌টি সাপের কামড়ে মারা গেলে তাকে কলাগাছের ভেলায় ভা‌সিয়ে দেওয়া হয়েছে।

    এ বিষয়ে যাত্রাপুর ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর বলেন, কলাগাছের ভেলায় ভেসে আসা শিশুটির খবর শুনেছি। লাশটি আবার ভাসিয়ে দেওয়া হয়েছে।

     

  • বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনসিপি সদস্যের বিরুদ্ধে

    বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ এনসিপি সদস্যের বিরুদ্ধে

    রাজধানীর হাজারীবাগে এক নারীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক সদস্যের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর পক্ষে হাজারীবাগ থানায় মামলা করতে গেলে থানা মামলা নিচ্ছে না বলে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চলছে।

    তবে পুলিশ বলছে, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে মামলা নেওয়া হবে।

    ভুক্তভোগী নারীর ভগ্নিপতি গণমাধ্যমকে জানান, ৮ বছর ধরে ওই ছেলের সঙ্গে তার শ্যালিকার সম্পর্ক। বিয়ের প্রলোভন দেখিয়ে গত জুন মাসে তার শ্যালিকাকে ধর্ষণ করেন এনসিপি নেতা। ওই ছেলের বাড়ি হাজারীবাগে হওয়ায় তিনি শনিবার (২৬ জুলাই) হাজারীবাগ থানায় মামলা করতে যান। কিন্তু এনসিপির নেতা হওয়ায় থানা মামলা নেয়নি।

    এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, যার বিরুদ্ধে অভিযোগ, তার বাড়ি হাজারীবাগে। কিন্তু যে বাসায় ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ করা হয়েছে, সেটা কামরাঙ্গীরচর এলাকার মধ্যে পড়েছে। তাই ভুক্তভোগীকে কামরাঙ্গীরচরে যেতে বলা হয়েছে। মামলা না নেওয়ার অভিযোগটি সঠিক নয়।

    ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের অভিযোগ, অভিযুক্ত ব্যক্তি হাজারীবাগ থানার এনসিপির নেতা।

    পুলিশ জানিয়েছে, এনসিপির কয়েকজন নেতাকর্মী থানায় এসেছিলেন। তাদের দাবি, ধর্ষণের সঙ্গে জড়িত থাকলে তার বিরুদ্ধে মামলা হলেও তাদের আপত্তি নেই। কিন্তু তাকে যেন ফাঁসানো না হয়।

    তবে কামরাঙ্গীরচর থানার ওসি আমিনুর রহমান আশ্বস্ত করেছেন, তদন্তে ধর্ষণের অভিযোগের প্রমাণ পাওয়া গেলেই মামলা নেওয়া হবে।