অন্যদিকে, ডা. মুরাদের পুরনো কিছু ভিডিও নেট দুনিয়ায় আবারও বেগবান হচ্ছে। গত কয়েকদিন ধরে গাজীপুর সিটি করপোরেশনের বহিষ্কৃত মেয়র জাহাঙ্গীর আলম মোটরসাইকেল চালাচ্ছেন আর পেছনে বসে আছেন ডা. মুরাদ। এ রকম একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। আর তারপর থেকে পলাতক ডা. মুরাদের আরও একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে ‘বন্ধু তোর বারাত নিয়ে আমি যাব’ গানটিতে কণ্ঠ দিয়েছেন ডা. মুরাদ। ভিডিওতে আরো রয়েছেন আরেক দোসর জুনাইদ আহমেদ পলক ও কুষ্টিয়া-৪ এর সাবেক সংসদ সদস্য সুলতানা তরুন।
ভিডিওতে দেখা গেছে, লুঙ্গি পরে কোমরে গামছা বেঁধে গ্রামীণ যুবক বেশে জুনায়েদ পলক তার প্রিয় শহুরে বন্ধু ডা. মুরাদের অপেক্ষা করছেন। বন্ধুকে পেয়ে যারপরনাই খুশি পলক। গান গাইছেন তিনি। তালে তালে নাচছেন ডা. মুরাদ। দুই বন্ধু হাতে হাত ধরে গ্রামীণ মেঠো পথ ধরে দৌড়ে চলে গেলেন বাড়িতে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছেন সুলতানা তরুন। জানা যায়, ১৪ বছর আগের ভিডিও এটি। ২০১১ সালে বেসরকারি টিভি চ্যানেল আই-এর ঈদ আয়োজনে গান গেয়েছিলেন জুনাইদ আহমেদ পলক ও ডা. মুরাদ হাসান।